নভজ্যোত সিধু-র স্ত্রী বিজেপি বিধায়ক কাউর সিধু অবশ্য তাঁর ফেসবুক পেজে এদিন পোস্ট করে জানিয়েছেন যে সিধু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ‘ডিপ ভেইন থ্রম্বোসিস’-এ আক্রান্ত হয়েছেন তিনি। কৈলাশ যাত্রায় সময় তাঁর আঘাত লেগেছিল, তারপরই নাকি এই রোগে আক্রান্ত হয়েছেন নভজ্যোত সিং।
কোনও কারণে শরীরের কোনও অংশে রক্ত জমাট বেঁধে গেলে এই ‘ডিপ ভেইন থ্রম্বোসিস’ হয়ে থাকে। যদি অনেকটা সময় ধরে কোনও নড়াচড়া না হয় সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। ঠিকমত চিকিৎসা না হলে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এই রোগ। জমাট বাঁধা রক্ত ফুসফুসে রক্ত প্রবাহও বন্ধ করে দিতে পারে। তবে নভজ্যোত সিং সিধু ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলেই জানা গিয়েছে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2015 10:43 PM IST