TRENDING:

ক্লাবের শতবর্ষে ফের মাহি-ম্যাজিক দেখা যেতে পারে শ্যামবাজারে

Last Updated:

এমনটা হলে এক যুগ পর আবার কলকাতার ক্লাবে খেলতে দেখা যাবে মাহিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০১৮-এ একশোয় পা। তৈরি শ্যামবাজার ক্লাব। সেরা চমক শতবর্ষ পূর্তিতে প্রাক্তনীদের ম্যাচ। যে ম্যাচে ফের পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এমনটা হলে এক যুগ পর আবার কলকাতার ক্লাবে খেলতে দেখা যাবে মাহিকে।
advertisement

তখনও ধোনি হয়ে ওঠা হয়নি। কলকাতায় এসেছিলেন শ্যামবাজারের হয়ে খেলতে। পি সেন ট্রফিতে। হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। সেই দলে ছিলেন শ্রীধরণ শ্রীরামও। এক যুগ আগের কথা। ২০১৮-এ সেঞ্চুরি পূর্ণ করবে শ্যামবাজার। চমক হিসেবে ফের থাকছেন মহেন্দ্র সিং ধোনি। আগেরবার ধোনিকে খুব কাছ থেকে দেখেছিলেন গৌতম দাশগুপ্ত। তখন বোর্ডের প্রথমসারির কর্তা। এখন শুধুই শ্যামবাজারের সচিব। সামনের বছর শতবর্ষ পূর্তিতে একগুচ্ছ পরিকল্পনা। জমাটি রোড শো, প্রাক্তনীদের ম্যাচ। মাহিকে নিয়ে আসার ভাবনা সেখান থেকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু কি জমজমাট সেলিব্রেশন! দলবদলেও অন্যদের সঙ্গে পাল্লা দিতে রেডি শ্যামবাজার। কথা হয়েছে ঋদ্ধিমান সাহার সঙ্গে। নতুন মরশুমে ঋদ্ধিকে পাওয়া যাবে কি না কনফার্ম নয়। তবে শতবর্ষ পূর্তির ম্যাচে মাহির সঙ্গেই মাঠে নামতে পারেন ঋদ্ধি, রণদেবরা।

বাংলা খবর/ খবর/খেলা/
ক্লাবের শতবর্ষে ফের মাহি-ম্যাজিক দেখা যেতে পারে শ্যামবাজারে