ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে কালো মোজা পরে খেলতে নেমেছিলেন, যা আইসিসির নিয়মের পরিপন্থী। আসলে, টেস্ট ম্যাচ চলাকালীন কী রঙের মোজা পরা যাবে, সেই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। এমসিসির ১৯.৪৫ ধারায় বলা আছে, টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাদা, ক্রিম বা ধূসর রঙের মোজা পরা উচিত। এই নিয়ম ২০২৩ সাল থেকে কার্যকর হয়েছে।
advertisement
প্রায় সব খেলোয়াড়ই এই নিয়ম মেনে চলেন। কিন্তু গিলকে প্রথম দিনেই কালো মোজা পরে খেলতে দেখা গেছে, যা নজর কেড়েছে অনেকের। তাই প্রশ্ন উঠেছে—শুভমান গিল কি এই নিয়মভঙ্গের কারণে শাস্তি পাবেন? এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। যদি তিনি মনে করেন, গিল ড্রেস কোড ভেঙেছেন, তাহলে তার ম্যাচ ফি-এর ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুনঃ Shubman Gill Create History: অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি, ৫টি বড় রেকর্ড শুভমান গিলের নামে
তবে যদি এটা অসাবধানতাবশত হয়ে থাকে এবং গিল তা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি শাস্তি এড়াতে পারেন। তবুও, চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচ রেফারির উপর নির্ভর করছে। এটি লক্ষণীয় যে, এ ধরনের পোশাকজনিত লঙ্ঘনকে লেভেল ১ অপরাধ হিসেবে ধরা হয়, যার ফলে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি কাটা যেতে পারে এবং ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে। যদিও পোশাকজনিত কারণে বড় ধরনের শাস্তি সাধারণত দেওয়া হয় না।