শুভমান গিলের ব্যাট ইংল্যান্ডে শুরু থেকেই রানের বৃষ্টি হচ্ছে। লিডস-এ খেলা প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে তিনি শতরান করেছিলেন। এরপর বার্মিংহামে দ্বিতীয় টেস্টে আরও ভালো পারফরম্যান্স করে প্রথম ইনিংসে ২৬৯ রান করে হৈচৈ ফেলে দেন। ইংল্যান্ডে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা প্রথম অধিনায়ক হয়ে উঠেছেন তিনি। এমন বড় ইনিংস ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে আর কেউ খেলেননি। দ্বিতীয় ইনিংসেও অধিনায়কের ব্যাটে দাপট বজায় থাকে। এর আগে
advertisement
ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হলেও, শুবমান গিল ৪০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ করেন। যখন তিনি দ্বিতীয় ইনিংসে ৩১ রান পূর্ণ করেন, তখন তিনি এক টেস্টে ৩০০ রান করা ভারতের প্রথম অধিনায়ক হন। এর আগে বিরাট কোহলি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লি টেস্টে মোট ২৯৩ রান করেছিলেনষ প্রথম ইনিংসে ২৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রান। কোহলির রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসেন গিল।
শুবমান গিল শুধু অধিনায়ক হিসেবে এক ম্যাচে০০ রান করেই থেমে থাকেননি, বরং তিনি এক টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েছেন। এর আগে ১৯৭১ সালে সুনীল গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৪৪ রান করেছিলেন। প্রথম ইনিংসে ১২৪ এবং দ্বিতীয় ইনিংসে ২২০। ভিভিএস লক্ষ্মণ ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪০ রান করেছিলেন। প্রথম ইনিংসে ৫৯ এবং দ্বিতীয় ইনিংসে ২৮১ রানের ঐতিহাসিক ইনিংস খেলে ভারতের জয়ে ভূমিকা রেখেছিলেন। সেখানে শুভমান গিল ৪৩০ রান করে সকলকে পিছনে ফেললেন।
এছাড়া এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রান করা ব্যাটার দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শুভমান গিল। এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে গ্রাহাম গুচ ৪৫৬ রান করে প্রথম স্থানে রয়েছেন। গিল ৪৩০ রান করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ব্রায়ান লারার ৪০০, কুমার সঙ্গাকারা ৪২৪, মার্ক টেলরের ৪২৬ রানের মাইলস্টোনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে গিল।