এই কৃতিত্ব শুভমান গিলকে এককভাবে স্থান দিয়েছে ইতিহাসের শীর্ষে। তার আগে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান, ওয়ারউইক আর্মস্ট্রং, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। তারা এখন এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে। অনেকেই শুরুতে প্রশ্ন তুলেছিলেন গিল অধিনায়কত্বের দায়িত্ব সামলে ব্যাটিংয়ে কেমন করবেন, কিন্তু এই সিরিজেই তার জবাব দিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যে ৪ টেস্টে ৭০০ রানের বেশি করে ফেলেছেন গিল।
advertisement
চতুর্থ টেস্টে তার এই ইনিংস ছিল চ্যালেঞ্জিং কন্ডিশনে এক অসাধারণ প্রতিরোধ। প্রথম ওভারেই যখন ভারত ০/২, তখন ব্যাট হাতে মাঠে নামেন গিল। সামনে ছিল ইংল্যান্ডের ৩১১ রানের বড় লিড, সঙ্গে পিচে ছিল অসমান বাউন্স। কিন্তু গিল ধৈর্য রেখে খেলেছেন, ১২টি চারের সাহায্যে গড়েছেন সেঞ্চুরি, স্ট্রাইক রেট রেখেছেন প্রায় ৪০-এর মতো। পুরো সময় তিনি রান তোলার চেয়ে উইকেট ধরে রাখায় মনোযোগী ছিলেন।
আরও পড়ুনঃ Shubman Gill: ডন ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন গিল, এমন নজির ১৪৮ বছরে রয়েছে মাত্র ৩ জনের
শেষ পর্যন্ত লাঞ্চের ঠিক আগেই জোফ্রা আর্চারের বলে আউট হন তিনি। তবু এই ইনিংসটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেবে তার দৃঢ় মানসিকতা, দায়িত্ববোধ ও টেকনিক্যাল দক্ষতার জন্য। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই এমন ব্যাটিং নিঃসন্দেহে গিলকে ভারতের ভবিষ্যৎ নেতা হিসেবে আরও দৃঢ় ভিত্তি গড়ে দেবে।