TRENDING:

Sourav Ganguly Biopic: কবে থেকে শুরু হবে সৌরভের বায়োপিকের শ্যুটিং, দাদার বাড়িতে বৈঠকে চূড়ান্ত হল সময়

Last Updated:

Sourav Ganguly Biopic: শুক্রবার সৌরভের বেহালার বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে সৌরভ সংক্রান্ত বিভিন্ন গল্প সংগ্রহ করেন প্রয়োজন সংস্থার দুই কর্ণধার। ইতিমধ্যেই সৌরভের থেকেও তার জীবনের বিভিন্ন গল্পগুলো রেকর্ড করেছেন। সৌরভ ছাড়াও তার পরিবারের বিভিন্ন সদস্যদের থেকে মহারাজের বিভিন্ন গল্প শোনা হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অপেক্ষার অবসান। চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং। ইতিমধ্যেই বায়োপিকের কাজের জন্য ছবির প্রযোজক অঙ্কুর গর্গ এবং লভ রঞ্জন কলকাতায় এসেছেন। সৌরভের সঙ্গে বৈঠক হয়েছে বলে খবর। শুক্রবার সৌরভের বেহালার বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে সৌরভ সংক্রান্ত বিভিন্ন গল্প সংগ্রহ করেন প্রযোজনা সংস্থার দুই কর্ণধার। ইতিমধ্যেই সৌরভের থেকেও তার জীবনের বিভিন্ন গল্পগুলো রেকর্ড করেছেন। সৌরভ ছাড়াও তার পরিবারের বিভিন্ন সদস্যদের থেকে মহারাজের বিভিন্ন গল্প শোনা হচ্ছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
advertisement

সৌরভের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছেন প্রযোজক সংস্থার কর্তারা। সেখানে ছবির বিষয়ে বিশদে আলোচনা হয়েছে বলে খবর। খুব তাড়াতাড়ি চিত্রনাট্য লেখা শুরু হবে। জীবনের বেশ কিছু অজানা কাহিনি যেমন থাকছে তেমনই বেশ কিছু মজার ঘটনা রাখা হচ্ছে। কারন দর্শকের কাছে সৌরভের জীবনের ওপর তৈরি ছবি মনোরঞ্জনের মশলা সমৃদ্ধ করতে চাইছেন পরিচালক। তবে যা করা হবে তা অতিমানবীয় কিছু করা হবে না। সূত্রের খবর, সৌরভের কভার ড্রাইভ থেকে বাপি বাড়ি যা অর্থাৎ ক্রিকেটীয় সব বিষয় থাকবে। টিম ইন্ডিয়া তৈরীর গল্প থেকে বিসিসিআই সভাপতি। সেগুলো এমনিতেই থাকবে। তবে বায়োপিককে আকর্ষনীয় করতে প্রাক্তন ভারত অধিনায়কের অজানা কথা সামনে নিয়ে আশা হচ্ছে বলে খবর।

advertisement

ভারতীয় ক্রীড়াজগতের সফল ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক তৈরি নতুন নয়। সৌরভের বায়োপিক তৈরি হচ্ছে তা এক বছর আগেই নিউজ18 বাংলায় প্রথম প্রকাশিত হয়েছিল। মাঝে বিভিন্ন সময়ে সৌরভ নিজের বায়োপিক সংক্রান্ত বিষয়ে মুখ খুলেছেন। শুক্রবার বৈঠক শেষে প্রযোজক লাভ রঞ্জন নিউজ 18 বাংলাকে জানান, আমরা চেষ্টা করছি চলতি বছর শেষেই শুটিং শুরু করার। প্রায় দেড়শ কোটি টাকার বাজেটের ছবি। আমরা এবার শুধু এই বায়োপিক তৈরির ব্যাপারে কাজ করছি। আমাদের এটাই পরবর্তী প্রজেক্ট।

advertisement

আরও পড়ুনঃ IPL 2023 Final: ফাইনালে আহমেদাবাদে উড়বে কোটি কোটি টাকা! কার ভাগ্যে কত, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃ IPL 2023 Final: রোহিত-হার্দিক-গম্ভীররা তো শিশু! আইপিএল ফাইনালে ধোনির রয়েছে এমন রেকর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেহালায় সৌরভের বাড়িতে বৈঠকের দিন একমাত্র নিউজ18 এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্রের খবর সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন সেটা চূড়ান্ত হয়েছে। তবে তা এখনই প্রকাশ্যে কোনো পক্ষ থেকেই আনা হচ্ছে না বলে খবর। আয়ুষ্মান খুরানার নাম শোনা গেলেও তা চূড়ান্ত কিনা সেই নিয়ে কেউই মুখ খুলছেন না। তবে এটা নিশ্চিত চলতি বছরের শেষেই শুটিং ফ্লোরে যাচ্ছে ছবিটি। প্রোডাকশন হাউজের তরফে বলা হয়েছে সৌরভের  বায়োপিক ওটিটি নয়, সিনেমা হলেই মুক্তি পাবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Biopic: কবে থেকে শুরু হবে সৌরভের বায়োপিকের শ্যুটিং, দাদার বাড়িতে বৈঠকে চূড়ান্ত হল সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল