TRENDING:

কপাল পুড়ল সানিয়া মির্জার! তিন নম্বর বিয়ে শোয়েব মালিকের, এই সুন্দরী কে?

Last Updated:

Shoaib Malik marries sana javed: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: তা হলে শেষমেশ আশঙ্কাই সত্যি হল! সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে নিকাহ্ সেরে ফেললেন শোয়েব মালিক। সেই ছবি সাতসকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে চমকে দিলেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।
advertisement

ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবরের মধ্যেই তৃতীয়বারের মতো বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক।

সানা জাভেদকে নিজের জীবনসঙ্গী করেছেন তিনি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেছেন তাঁরা। এখন প্রশ্ন হল, কে এই সানা জাভেদ?

আরও পড়ুন- উড়বে বিপক্ষের রাতের ঘুম! টি-২০ বিশ্বকাপের আগে নতুন ‘অস্ত্রে শান’ রোহিত শর্মার

advertisement

শোয়েব ক্রিকেট বিশ্বের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। সানা কিন্তু বিনোদন জগতের সাথে যুক্ত। তিনি পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী।

সানা পাকিস্তানের অভিনয় জগতে রয়েছেন অনেকদিন ধরেই। তিনি উর্দু টেলিভিশনে জনপ্রিয় মুখ। সানা ২০১২ সালে শেহর-ই-জাত দিয়ে আত্মপ্রকাশ করেন।

এর পর অনেক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। রোমান্টিক ড্রামা ‘খানি’-তে প্রধান চরিত্রে অভিনয় করার পর ব্যাপক পরিচিতি পান। এ জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন।

advertisement

আরও পড়ুন- ডোনা নাচেন সে তো সকলেই জানেন,তবে দাদাও এরকম ঝাক্কাস নাচেন, সঙ্গী কে, ভাইরাল ফটো

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতার খবর সামনে এসেছিল। সবাই ভেবেছিলেন, তাঁর সঙ্গেঅ সম্পর্কে জড়ান শোয়েব। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষে সানা জাভেদকে নিকাহ্ করলেন সানিয়ার প্রাক্তন।

বাংলা খবর/ খবর/খেলা/
কপাল পুড়ল সানিয়া মির্জার! তিন নম্বর বিয়ে শোয়েব মালিকের, এই সুন্দরী কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল