Sourav Ganguly: ডোনা নাচেন সে তো সকলেই জানেন, তবে দাদাও এরকম ঝাক্কাস নাচেন, সঙ্গী কে, ভাইরাল ফটো

Last Updated:
Viral Reel: দাদার নতুন নাচের ভিডিও তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া
1/7
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় একজন খ্যাতনাম ওড়িশি নৃত্যশিল্পী। তবে দাদা কেবলমাত্র দর্শক হিসেবে মাঝেসাঝে ডোনার অনুষ্ঠানে হাজির থাকতেন। Photo Courtesy- Facebook
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় একজন খ্যাতনাম ওড়িশি নৃত্যশিল্পী। তবে দাদা কেবলমাত্র দর্শক হিসেবে মাঝেসাঝে ডোনার অনুষ্ঠানে হাজির থাকতেন। Photo Courtesy- Facebook
advertisement
2/7
দাদাকে বিভিন্ন সময়ে দুর্গাপুজোয় ঢাকের তালে কোমর দোলাতেও কোনও কোনও সময়ে দেখা গেছে৷  তা বলে নাচ৷ তাও আবার ভাইরাল জামাল কুদু গানে কোমর দোলানো!
দাদাকে বিভিন্ন সময়ে দুর্গাপুজোয় ঢাকের তালে কোমর দোলাতেও কোনও কোনও সময়ে দেখা গেছে৷  তা বলে নাচ৷ তাও আবার ভাইরাল জামাল কুদু গানে কোমর দোলানো!
advertisement
3/7
সানা লেখাপড়ায় যেরকম ভাল তেমনিই মায়ের সঙ্গে তাঁর ডান্স ট্রুপে পারফর্ম করেন সানা গঙ্গোপাধ্যায়ও৷ তবে দাদার নাচ পৌঁছে গেল অন্য লেভেলে৷
সানা লেখাপড়ায় যেরকম ভাল তেমনিই মায়ের সঙ্গে তাঁর ডান্স ট্রুপে পারফর্ম করেন সানা গঙ্গোপাধ্যায়ও৷ তবে দাদার নাচ পৌঁছে গেল অন্য লেভেলে৷
advertisement
4/7
দাদাগিরি ১০ এ নতুন প্রোমো বাজারে আসতেই তোলপাড়৷ যমজ ভাই বোনেদের নিয়ে তৈরি এক বিশেষ এপিসোডের ট্রেলরে দাদাকে বিন্দাস নাচতে দেখা গেছে৷ যা এখন ভাইরাল রিল।
দাদাগিরি ১০ এ নতুন প্রোমো বাজারে আসতেই তোলপাড়৷ যমজ ভাই বোনেদের নিয়ে তৈরি এক বিশেষ এপিসোডের ট্রেলরে দাদাকে বিন্দাস নাচতে দেখা গেছে৷ যা এখন ভাইরাল রিল।
advertisement
5/7
সম্প্রচারক চ্যানেলের সেই পর্বের প্রোমোতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাচতে দেখা গেল।
সম্প্রচারক চ্যানেলের সেই পর্বের প্রোমোতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাচতে দেখা গেল।
advertisement
6/7
দশম পর্বের দাদাগিরিতে এক একটি লাইভ প্রশ্নের লাইভ উত্তর দিতে হয়৷ এরকমই  একটি প্রশ্ন হিসেবে  একটি মেয়ে পারফর্ম করে দেখা যায়।
দশম পর্বের দাদাগিরিতে এক একটি লাইভ প্রশ্নের লাইভ উত্তর দিতে হয়৷ এরকমই  একটি প্রশ্ন হিসেবে  একটি মেয়ে পারফর্ম করে দেখা যায়।
advertisement
7/7
তিনি মাথায় নকল কাপ নিয়ে জামাল কুদু গানে নাচছিলেন। অ্যানিমাল সিনেমায় আবরার এন্ট্রি সং- জামাল কুদু এই মুহূর্তে সুপার ভাইরাল৷ সোশ্যাল মিডিয়া তোলপাড় করে আসছে একের পর এক রিল৷ এবার সেই তালিকায় মহারাজের জামাল কুদু ডান্স৷
তিনি মাথায় নকল কাপ নিয়ে জামাল কুদু গানে নাচছিলেন। অ্যানিমাল সিনেমায় আবরার এন্ট্রি সং- জামাল কুদু এই মুহূর্তে সুপার ভাইরাল৷ সোশ্যাল মিডিয়া তোলপাড় করে আসছে একের পর এক রিল৷ এবার সেই তালিকায় মহারাজের জামাল কুদু ডান্স৷
advertisement
advertisement
advertisement