TRENDING:

ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে লড়তে চেয়েছিলেন শোয়েব! দাবি নিয়ে হাসাহাসি পাকিস্তানেই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাহোর: শোয়েব আখতার একথা আগেও বলেছেন। নতুন কিছু নয়। নতুন যেটা তা হল ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে যাওয়ার জন্য প্রায় দু কোটি টাকার আর্থিক ক্ষতি বহন করেছিলেন শোয়েব। পাকিস্তানের স্বার্থে অস্ত্র তুলে নেওয়ার ব্যাপারে নাকি দ্বিতীয়বার ভাবেননি। অবশ্য তার এই দাবি একান্তই তার নিজের। কতটা দুধ, কতটা জল বোঝা মুশকিল। আসলে তিনি এমন অনেক কথা বলে থাকেন যার কোনও ভিক্তি থাকে না।
কার্গিল যুদ্ধে ভারতকে মেরে মরার শপথ নিয়েছিলেন শোয়েব!
কার্গিল যুদ্ধে ভারতকে মেরে মরার শপথ নিয়েছিলেন শোয়েব!
advertisement

২০২০ সালে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারের অংশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হয়েছে সেই পুরনো ভিডিও। যেখানে তিনি দাবি করেছিলেন, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে অংশ নেওয়ার জন্য কাউন্টি ক্রিকেট ক্লাব নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তির প্রস্তাব হাতছাড়া করেছিলেন। তার ফলে তাঁর ১ কোটি ৭৬ লাখ টাকা ক্ষতি হয়েছিল।

দেশের স্বার্থে এই আর্থিক ক্ষতি নিয়ে সে সময় বিন্দুমাত্র ভাবেননি। সে সময় লাহোরের কাছে এক জায়গায় ছিলাম। আমার সঙ্গে ছিলেন হাজি জেনারেল। তিনি জানতে চেয়েছিলেন, আমি কোথায় যেতে চাই। কার্গিল যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে বলেছিলাম, কোথাও যাব না। কপালে যদি মৃত্যু লেখা থাকে, তা হলে এক সঙ্গেই মরব। কাশ্মীরে নিজের কিছু পরিচিত বন্ধুকে নাকি সেই সময় ফোন করেছিলেন শোয়েব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিস্থিতি কেমন সেটা জানার জন্য এক জেনারেলের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি মানসিকভাবে তৈরি থাকলেও তার স্ত্রীর অনুরোধই নাকি যাওয়া হয়নি যুদ্ধে। তার স্ত্রী হাতে পায়ে ধরেছিলেন যুদ্ধে না যাওয়ার জন্য। শোয়েব এমন দাবি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। তার মধ্যে অনেক পাকিস্তানিও আছে। অধিকাংশ ভক্তরাই মনে করছেন ব্যাপারটা পুরো জল। পুরোটাই বাজার গরম করতে বলছেন প্রাক্তন পাকিস্তান পেসার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে লড়তে চেয়েছিলেন শোয়েব! দাবি নিয়ে হাসাহাসি পাকিস্তানেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল