পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক বদলের ডাক দিলেন শোয়েব আখতার। তিনি চান, শাদাব খানকে অধিনায়ক করা হোক। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার বলেন, ক্রিকেটীয় দক্ষতার ব্যাপারে শাদাব বেশ চটপটে। সব সময় উন্নতি করতে চায়, যেটা খুবই ভাল। ভুল স্বীকার করে তা দ্রুত শোধরাতে চায়।
আরও পড়ুন - বুমরাহকে ফের অস্ত্রোপচারের উপদেশ ডাক্তারদের! ক্যারিয়ার শেষ নাকি? সন্দেহ দানা বাঁধছে
advertisement
পাকিস্তানের এই কিংবদন্তি পেসার আরও বলেন, শাদাবের মতো ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ। ও যথেষ্ট আগ্রাসী এবং দলকে সঠিকভাবে চালনা করতে পারবে বলেই আমার বিশ্বাস। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনি পাক দলের সহ অধিনায়ক ছিলেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ছ’টি টেস্ট, ৫৩টি এক দিনের ম্যাচ এবং ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
শোয়েব আরো বলেন যে শাদাব গত কিছু বছর ধরে নিজের বোলিং এবং ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছে।তাই আগামী দিনে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে তাকে অধিনায়ক করলে পাকিস্তানের উন্নতি হবে। বর্তমানে শাদাব পাক লিগে ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক। শোয়েব মনে করেন শাদাব দেখতে সুন্দর এবং ইংরেজি বলতে দক্ষ। পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরতে তিনি সেরা চয়েজ।