টি২০ বিশ্বকাপের ১৫ দনের দলে প্রথমে জায়গা হয়নি দীপক চাহারের। স্ট্য়ান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। কিন্তু বুমরাহের চোটের পর যে সকল পেসারদের পরিবর্ত হিসেবে ভাবা হচ্ছিল তার মধ্য়ে নাম ছিল দীপক চাহারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলার আগে গোড়ালিতে চোট পান দীপক চাহার। অনুশীলনের সময় তার গোড়ালি ঘুড়ে যায়। সেই চোটের কারণেই এবার অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না দীপক চাহারের। সেই জায়গায় শার্দুলের যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।
advertisement
প্রসঙ্গত, প্রথমে টি-২০ বিশ্বকাপে ১৫ জনের মূল স্কোয়াড হোক ও রিজার্ভ দল কোথাও জায়গা হয়নি শার্দুল ঠাকুরের। যার কারণে হতাশ ছিলেন ডান হাতি মিডিয়াম পেসার। একদিনের বিশ্বকাপ দলকেই পাখির চোখ করে এগোচ্ছিলেন শার্দুল ঠাকুর। এরই মধ্য়ে টি-২০ বিশ্বকাপের রিজার্ভ দলে সুযোগ পাওয়াটা বড় প্রাপ্তি। জসপ্রীত বুমরাহের পরিবর্তে যে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। তবে প্রথম দলে আসার সম্ভাবনা বেশি শামির।
আরও পড়ুনঃ আগুনে জেদ নিয়ে এবার অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের