TRENDING:

টেনিস ছেড়ে হঠাৎ বক্সিং গ্লাভস পরে কী করছেন শারাপোভা ?

Last Updated:

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মারিয়া জানিয়েছেন, সেপ্টেম্বরে আসছে তাঁর আত্মজীবনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: র‍্যাকেট নিয়ে নয়, ভেবেছিলেন বক্সিং গ্লাভস হাতে ফিরবেন। কিন্তু তাঁকে কী এইসব মানায়। তাই ফের টেনিসেই মন দিয়েছেন। বক্তা মারিয়া শারাপোভা। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মারিয়া জানিয়েছেন, সেপ্টেম্বরে আসছে তাঁর আত্মজীবনী।
advertisement

তিনি তারকা, তিনি ফ্যাশন স্টেটমেন্ট। তিনি আবার বক্সারও। এককথায় শতরূপেণও মারিয়া শারাপোভা। নির্বাসন কাটিয়ে জন্মদিনের দিনেই সার্কিটে ফিরছেন। তার আগে ক্ষুদ্র বক্সার জীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন রুশ কন্যা। হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, জীবনকে খুঁজে পেতেই বক্সিং গ্লাভস পড়েছিলেন। যার সারমর্ম ছিল অবসাদকে হারানো। তাই নির্বাসন পরবর্তী সময়ে র‍্যাকেট ছেড়ে হাতে গ্লাভস পড়েছিলেন। কিন্তু তাঁকে এই ভূমিকায় মানায় না। তাই আর বেশিদূর এগোননি।

advertisement

গত একবছর অনেক কিছু করেছেন। তার মধ্যেই কলম ধরেছিলেন। তাই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর আত্মজীবনি। প্রথমে ইংরেজিতে, তারপরে রুশে। যাইহোক, অপেক্ষা ২৬ এপ্রিলের। ফিরছেন মারিয়া। বক্সার নন, টেনিস কন্যা হিসেবেই।

বাংলা খবর/ খবর/খেলা/
টেনিস ছেড়ে হঠাৎ বক্সিং গ্লাভস পরে কী করছেন শারাপোভা ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল