তিনি তারকা, তিনি ফ্যাশন স্টেটমেন্ট। তিনি আবার বক্সারও। এককথায় শতরূপেণও মারিয়া শারাপোভা। নির্বাসন কাটিয়ে জন্মদিনের দিনেই সার্কিটে ফিরছেন। তার আগে ক্ষুদ্র বক্সার জীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন রুশ কন্যা। হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, জীবনকে খুঁজে পেতেই বক্সিং গ্লাভস পড়েছিলেন। যার সারমর্ম ছিল অবসাদকে হারানো। তাই নির্বাসন পরবর্তী সময়ে র্যাকেট ছেড়ে হাতে গ্লাভস পড়েছিলেন। কিন্তু তাঁকে এই ভূমিকায় মানায় না। তাই আর বেশিদূর এগোননি।
advertisement
গত একবছর অনেক কিছু করেছেন। তার মধ্যেই কলম ধরেছিলেন। তাই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর আত্মজীবনি। প্রথমে ইংরেজিতে, তারপরে রুশে। যাইহোক, অপেক্ষা ২৬ এপ্রিলের। ফিরছেন মারিয়া। বক্সার নন, টেনিস কন্যা হিসেবেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2017 11:28 AM IST