TRENDING:

নির্বাসনের পরেও ফূর্তিতেই রয়েছেন শারাপোভা

Last Updated:

তাঁকে দেখে কে বলবে যে তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন ৷ যে সমস্ত ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করতেন তারা প্রত্যেকেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ! টেনিস তারকা মারিয়া শারাপোভা কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও নির্বিকারই রয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলেস :  তাঁকে দেখে কে বলবে যে তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন ৷ যে সমস্ত ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করতেন তারা প্রত্যেকেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ! টেনিস তারকা মারিয়া  শারাপোভা কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও নির্বিকারই রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত  টেনিস থেকে আপাতত নির্বাসনে মাশা৷ কিন্তু শারাপোভাকে দেখে বোঝার উপায় নেই, যে মাত্র একদিন আগেই এত বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে তাঁর জীবনে ৷ লস অ্যাঞ্জেলেসের শপিং মলে শারাপোভাকে ঘুরতে দেখা গিয়েছে  ৷ সেখানে মাশার পায়ে ছিল সেই ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার জুতো, যারা মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল যে টেনিস তারকার সঙ্গে আর্থিক চুক্তি পুর্ননবীকরণ তারা আর করছে না! সংবাদমাধ্যম সূত্রে খবর, যে গাড়ি চালিয়ে শারাপোভা শপিং মলে গিয়েছিলেন সেই গাড়ি প্রস্তুতকারী সংস্থাও ২৪ ঘণ্টা আগে তাঁর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করেছে! মাত্র এক দিনের মধ্যেই  বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী মহিলা খেলোয়াড় হারিয়েছেন ১৪ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ কোটি টাকা) স্পনসরশিপ। এত কিছুর পরেও তিনি রিল্যাক্সড! মানসিকভাবে ভেঙে পড়া তো দূরের কথা, দিব্যি চনমনে মেজাজেই রয়েছেন পাঁচটি গ্র্যান্ডস্ল্যামের মালকিন ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
নির্বাসনের পরেও ফূর্তিতেই রয়েছেন শারাপোভা