সেই ম্যাচে ১৫ বলে ৩৩ রান করেন তিনি। মারাত্মক চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে স্পষ্ট ভাবনা নিয়ে ক্রিকেট খেলার যে ক্ষমতা শাহরুখ দেখিয়েছেন তার দৌলতেই ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে সেরা ফিনিশারের তকমা পাচ্ছেন তিনি। গত দুই বছর ধরে তামিলনাড়ুর হয়ে লোয়ার মিডল অর্ডারে নেমে একের পর এক ম্যাচে ফিনিশারের ভূমিকা সাফল্যের সঙ্গে পালন করে আসছেন 'ক্রিকেটের নতুন বাদশা'।
advertisement
ঘরোয়া সাদা বলের ক্রিকেটে তার স্ট্রাইক রেট ১৩০ এরও উপরে। রাজ্য দলের হয়ে তার সাম্প্রতিক পারফরম্যান্স জাতীয় নির্বাচকদের তাকে চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছে। প্রথমে টি-২০ সিরিজের জন্য অতিরিক্ত খেলোয়াড় হিসেবে তার নির্বাচন হলেও, একাধিক ব্যাটার করোনা আক্রান্ত হয়ে পড়ায় পরে একদিনের দলেও তাকে ঢুকিয়ে নেওয়া হয়। ভবিষ্যতে দীর্ঘসময় ধরে ভারতের হয়ে খেলাই তার লক্ষ্য জানিয়ে শাহরুখের বক্তব্য চাপের মধ্যেই ফিনিশারদের খেলতে হয়।
কিন্তু মারাত্মক চাপের মধ্যেও যাবতীয় শোরগোলকে দাবিয়ে রেখে নিজের কাজ কিভাবে করতে হয় তা তিনি জানেন। সম্প্রতি একটি ক্রিকেট পোর্টালে তিনি জানান , আমাকে যে ভূমিকা পালন করতে হয়, তা যদি সাফল্যের সঙ্গে করতে পারি, তা নিয়ে আলোচনা হবেই।
আমি যখন ক্রিজে ব্যাট করতে নামি আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, লোকে কি বলছে তা নিয়ে মাথা ঘামাই না। আইপিএলে চেন্নাই এর বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেলার পর বিশ্বাস করতে শুরু করেছেন, ঘরোয়া ক্রিকেট শুধু নয়, আন্তর্জাতিক বোলারদের বিরুদ্ধে তিনি সফল হওয়ার ক্ষমতা রাখেন।