আফ্রিদি পিসিবিকে ভারতে দল পাঠানোর পরামর্শ দিয়েছেন। বলেছেন, ম্যানেজমেন্টের খেলোয়াড়দের এভাবে বোঝানো উচিত যে—তোমরা ভারতে খেলতে যাও এবং শিরোপা জিতে এস। আফ্রিদির মতে, এটাই হবে বিষয়টির ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত সমাধান। আফ্রিদি বলেছেন, আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না।
advertisement
বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত। ৪৬ বছর বয়সী আফ্রিদি খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, ভারতে যাও, ভাল ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমি নিজের অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারি।
ভারতের গর্ব এবং দাপট মাটিতে মিশিয়ে দিতে এটাই আমাদের রাস্তা। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনও জায়গায় গিয়ে জিততে পারি। এরপর যোগ করেন, ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।
আফ্রিদি মনে করেন ভারত অবশ্যই নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। কিন্তু পাকিস্তান শেষ এক-দেড় বছরে একটা সঠিক সাদা বলের দল তৈরি করতে পেরেছে। তাই বাবর, রিজওয়ান, রউফ, শাদাব খানদের ক্ষমতা আছে ভারতে এসে বিশ্বকাপ জেতার।