রোহিত শর্মাদের পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের অগ্নিপরীক্ষা হতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি জানান আমদাবাদে তারা খেলতে ইচ্ছুক নন। গত মাসে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান আমদাবাদের নিরাপত্তা জনিত কারণে তারা খেলতে চান না। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি মনে করেন আহমদাবাদে খেলার ভয় কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে সেখানে ভারতের বিরুদ্ধে খেলা।
advertisement
স্থানীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, ওরা আমদাবাদের পিচে কেন খেলতে চাইছে না? এখানে কি ওরা আগুন ছুড়বে নাকি ভুতুড়ে কিছু আছে? ওখানে গিয়ে খেলা উচিত। এবং জেতা দরকার। একটা অসাধারণ জয়ের সাহায্যে সব চ্যালেঞ্জের জবাব দেওয়া যাবে। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত পাক দলের। আফ্রিদি পরিষ্কার জানিয়েছেন ভারতের মাঠে এসে ভারতীয় দর্শকদের সামনে জয় ছিনিয়ে নিতে পারলে তার চেয়ে ভাল কিছু হতে পারে না পাকিস্তানের জন্য।
কাজটা কঠিন কিন্তু পাকিস্তানের সেই ক্ষমতা আছে মনে করেন লালা। নিজে যখন ক্রিকেট খেলতেন তখন ভারতের মাঠে অতীতে যেমন বেশ কিছু ম্যাচ হেরেছেন, তেমন জিতেছেন মনে করিয়ে দিয়েছেন আফ্রিদি। বাবর, রিজওয়ানরা যাতে এই মানসিকতা নিয়ে ভারতে যায় অনুরোধ করেছেন প্রাক্তন অলরাউন্ডার।