সেই শামি বিশ্বকাপের শুরুতে নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখালেন, তাঁর উপর আস্থা না রাখাটা সব থেকে বড় ভুল ছিল। টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। তার আগে পাকিস্তানের ভয়ানক পেসার বাংলার পেসারের কাছে এসে দাঁড়ালেন ছাত্র হিসেবে।
আরও পড়ুন- মুম্বইতে বিসিসিআই এজিএমে সৌরভ, 'দাদার' আইসিসির টিকিট নিয়ে হতে পারে সিদ্ধান্ত
advertisement
এশিয়া কাপে খেলতে পারেননি চোটের জন্য। শাহিন আফ্রিজি এশিয়া কাপে খেললেন পাকিস্তান ভাল কিছু করতে পারত, এমনটাই বিশ্বাস করেন পাক সমর্থকরা। তবে টি-২০ বিশ্বকাপের জন্য কোমর বেঁধে নেমেছেন শাহিন আফ্রিদি। ২৩ অক্টোবর তাঁকেই ভারতের বিরুদ্ধে অন্যতম অস্ত্র হিসেবে ধরছে পাকিস্তান।
এর আগে ভারতীয় দলের টপ অর্ডারকে নাকানি-চোবানি খাইয়েছেন শাহিন। তবে তাঁর মতো ভয়ানক পেসার যে আসলে বাংলার পেসারের ভক্ত, তা কে জানত! ২৩ অক্টোবরের মহারণের আগে শাহিন আফ্রিদি এসে দেখা করলেন মহম্মদ শামির সঙ্গে। তার পর জানালেন, তিনি আসলে অনেকদিন ধরেই শামিকে ফলো করেন।
আরও পড়ুন- বাবর এবং রিজওয়ানের পাশের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন কোহলির! চোখে জেদ
শামির সামনে যেন একেবারে ছাত্র শাহিন। তিনি শামিকে এসে বললেন, যবে থেকে বোলিং করি তোমাকেই ফলো করি। তা শুনে শামি তাঁকে কিছু টিপস দিলেন। বেশ অনেকটা সময় পাক পেসারের সঙ্গে সময় কাটান শামি। তার পর একসঙ্গে প্র্যাকটিস করেন। বড় ম্যাচের আগে দুই দেশের দুই তারকার এমন সম্পর্ক দেখে অনেকেই অবাক।