TRENDING:

আট বছর ফুটবল থেকে নির্বাসিত ব্লাটার-প্লাতিনি

Last Updated:

আর্থিক তছরুপের অভিযোগে আট বছরের জন্য নির্বাসিত হলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এবং উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ৷ আন্তর্জাতিক ফুটবল সংক্রান্ত সমস্ত কর্মসূচি থেকে আট বছরের জন্য ব্লাটার এবং প্লাতিনিকে নির্বাসনের নির্দেশ দিল ফুটবল এথিকস কমিটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জুরিখ : আর্থিক তছরুপের অভিযোগে আট বছরের জন্য নির্বাসিত হলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এবং উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ৷ আন্তর্জাতিক ফুটবল সংক্রান্ত সমস্ত কর্মসূচি থেকে আট বছরের জন্য ব্লাটার এবং প্লাতিনিকে নির্বাসনের নির্দেশ দিল ফুটবল এথিকস কমিটি  ৷
advertisement

দুই মিলিয়ন ডলারের আর্থিক তছরুপের অভিযোগ ওঠে সেপ ব্লাটার এবং মিশেল প্লাতিনির বিরুদ্ধে ৷ ফুটবল এথিকস কমিটির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সোমবার নির্বাসনের খাঁড়া নেমে আসে ব্লাটার এবং ফান্সের প্রাক্তন অধিনায়ক প্লাতিনির উপর ৷  ১৯৯৮ সাল থেকে ফিফার প্রেসিডেন্ট পদে ছিলেন ৭৯ বছরের ব্লাটার ৷ আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম তুলে নেন ব্লাটার ৷ অন্যদিকে, তিনবার ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সম্মান জয়ী মিশেল প্লাতিনি ২০০৭ সাল থেকে রয়েছেন উয়েফার গভর্নিং কমিটিতে ৷ অভিযোগ, ওরা দু’জন নিজেদের পদের অনৈতিক ফায়দা তুলে প্রায় দু’মিলিয়ন ডলার অর্থ তছরুপ করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্লাটার এবং প্লাতিনি দুজনেই দাবি করেছেন, ওই দু’মিলিয়ন ডলার মোটেও অনৈতিক ভাবে বিনিময় হয়নি ৷ নিজেদের স্বপক্ষে যুক্তি দেখিয়ে তাঁরা বলেছেন, ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে প্লাতিনি টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে ব্লাটারের সঙ্গে কাজ করতেন ৷ সেই সময়ের মৌখিক চুক্তির ভিত্তিতেই পারিশ্রমিক হিসেবে ওই টাকা ব্লাটার প্লাতিনিকে দেন ৷ সুইস আইন অনুযায়ী, মৌখিক প্রতিশ্রুতিকেও চুক্তি হিসেবে দেখা হয় ৷ তাই এই আর্থিক বিনিময় কোনওভাবেই বেআইনি নয়, দাবি প্লাতিনি ও ব্লাটারের ৷ অন্যদিকে, ফুটবল এথিকস কমিটির তদন্তকারীরা তা মানতে নারাজ ৷ ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে স্বার্থের সংঘাত, ভুয়ো হিসাব এবং অসহযোগিতার অভিযোগ তুলে এর আগেই ৫০ পাতার একটি তদন্ত রিপোর্ট জমা দেয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা ৷ এর ভিত্তিতেই এদিন ঘোষিত হয় নির্বাসনের নির্দেশ  ৷ এরই সঙ্গে ব্লাটার এবং প্লাতিনিকে ৪০ হাজার ডলার এবং ৮০ হাজার ডলার আর্থিক জরিমানাও করা হয়েছে ৷ ব্লাটারের মুখপাত্র জানান, এই নির্দেশের বিরুদ্ধে লজাঁনের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট-এ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্লাটার এবং প্লাতিনি ৷ নির্বাসনের নির্দেশের শুনে ব্লাটার বলেন, এটা তাঁর এবং ফিফা দু’জনের জন্যই কালো দিন ৷ আন্তর্জাতিক ফুটবলের এই দুই শক্তিশালী শাসকের একই সঙ্গে নির্বাসনের খবরে হতভম্ব ফুটবল বিশ্ব৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আট বছর ফুটবল থেকে নির্বাসিত ব্লাটার-প্লাতিনি