ক্রিকেট নেক্সটের খবর অনুযায়ি এক সিনিয়র ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) খারাপ ব্যবহারের বিষয়ে অভিযোগ করেছিলেন৷ কোহলির অধিনায়কত্ব (captaincy) নিয়েও একাধিক প্রশ্ন ওঠে৷
আরও পড়ুন - Panchang Today 27 September 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কিছু মাস ধরেই শুরু হয়েছিল বিদ্রোহ
advertisement
কোহলি টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এর পিছনে কারণ দেখানো হয়েছে তাঁর কাজের চাপ৷ যদিও সূত্রের দাবি বিসিসিআই কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছিল৷ কারণ কিছুদিন আগে থেকে কোহলির বিরুদ্ধে দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়েছিল৷ টাইমস সূত্রে খবর ড্রেসিংরুমে কোহলির ব্যবহার মোটেই ভালোভাবে নিচ্ছিলেন না সিনিয়র ক্রিকেটাররা৷ এই তালিকায় সামনে এসেছে রবিচন্দ্রন অশ্বিনের নাম৷ কিন্তু সে সময় এই খবরের সত্যতা জানা যায়নি৷
আরও পড়ুন - IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল
সিনিয়র ক্রিকেটাররা (Indian Cricket Team) জানিয়েছেন কোহলির উপস্থিতিতে তাঁরা নিজেদের অসুরক্ষিত মনে করেন৷ এমন অভিযোগ তাঁর বিসিসিআই সচিবকে করেছিলেন৷ ইংল্যান্ড সিরিজের যদি কথা হয় তাহলে অশ্বিন প্লেয়িং ইলেভেনে খেলতে পারেননি৷ যদিও কোচ রবি শাস্ত্রী চতুর্থ টেস্টে অশ্বিনের খেলার কথা বলেছিলেন৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি রবি শাস্ত্রীর দেওয়া পরামর্শ উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তেই স্থির ছিলেন৷
অনেকদিন বাদে কোহলির অধিনায়কত্ব নিয়ে এভাবে ড্রেসিংরুম কোন্দল সংবাদমাধ্যমের সামনে এসে পড়ে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির সময় কিন্তু দল পরিচালনা নিয়ে কারোর মনে কোনও ক্ষোভ থাকলেও তা নিজেদের মধ্যেই মিটিয় নেওয়া হত৷ ৯০ দশক অবধি ভারতীয় ড্রেসিংরুমের অশান্তির খবর এভাবে হাটে হাঁড়ি ভাঙা হত৷ ফের একবার বিরাট জমানায় ভারতীয় ড্রেসিং রুমের সেই ছবি এল সামনে৷