TRENDING:

Virat Kohli-র ব্যবহার নিয়ে চরম ক্ষুব্ধ সিনিয়র ক্রিকেটাররা, ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ সামনে

Last Updated:

অনেকদিন বাদে কোহলির অধিনায়কত্ব নিয়ে এভাবে Indian Cricket Team- ড্রেসিংরুম কোন্দল সংবাদমাধ্যমের সামনে এসে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  গত কয়েকদিনে ভারত অধিনায়ক বিরাট কোহলি-র (Virat Kohli) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷ এমনটাই খবর বারবার বিসিসিআই সূত্রে সামনে আসছে৷ আর এই একের পর অভিযোগের খবর কানে আসতেই টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টি অধিনায়কত্ব (captaincy) ছেড়ে দেওয়ার খবর সামনে এসেছে৷ ইংল্যান্ড সফর শেষে বিরাট কোহলি এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে ছিলেন৷ প্রাথমিকভাবে এই খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করে দিয়েছিল ৷ এখন জোর খবর ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সিনিয়র ক্রিকেটাররা তাঁর ব্যবহারে বিক্ষুব্ধ  ছিলেন৷
 senior india cricketer complained about virat kohli's poor attitude to bcci says sources
senior india cricketer complained about virat kohli's poor attitude to bcci says sources
advertisement

ক্রিকেট নেক্সটের খবর অনুযায়ি এক সিনিয়র ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলির  (Virat Kohli) খারাপ ব্যবহারের বিষয়ে অভিযোগ করেছিলেন৷ কোহলির অধিনায়কত্ব (captaincy)  নিয়েও একাধিক প্রশ্ন ওঠে৷

আরও পড়ুন - Panchang Today 27 September 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

কিছু মাস ধরেই শুরু হয়েছিল বিদ্রোহ

advertisement

কোহলি টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এর পিছনে কারণ দেখানো হয়েছে তাঁর কাজের চাপ৷ যদিও সূত্রের দাবি বিসিসিআই কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছিল৷ কারণ  কিছুদিন আগে থেকে কোহলির বিরুদ্ধে দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়েছিল৷ টাইমস সূত্রে খবর ড্রেসিংরুমে কোহলির ব্যবহার মোটেই ভালোভাবে নিচ্ছিলেন না সিনিয়র ক্রিকেটাররা৷ এই তালিকায় সামনে এসেছে রবিচন্দ্রন অশ্বিনের নাম৷ কিন্তু সে সময় এই খবরের সত্যতা জানা যায়নি৷

advertisement

আরও পড়ুন - IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল

সিনিয়র ক্রিকেটাররা (Indian Cricket Team) জানিয়েছেন কোহলির উপস্থিতিতে তাঁরা নিজেদের অসুরক্ষিত মনে করেন৷ এমন অভিযোগ তাঁর বিসিসিআই সচিবকে করেছিলেন৷ ইংল্যান্ড সিরিজের যদি কথা হয় তাহলে অশ্বিন প্লেয়িং ইলেভেনে খেলতে পারেননি৷ যদিও কোচ রবি শাস্ত্রী চতুর্থ টেস্টে অশ্বিনের খেলার কথা বলেছিলেন৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি রবি শাস্ত্রীর দেওয়া পরামর্শ উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তেই স্থির ছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অনেকদিন বাদে কোহলির অধিনায়কত্ব নিয়ে এভাবে ড্রেসিংরুম কোন্দল সংবাদমাধ্যমের সামনে এসে পড়ে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির সময় কিন্তু দল পরিচালনা নিয়ে কারোর মনে কোনও ক্ষোভ থাকলেও তা নিজেদের মধ্যেই মিটিয় নেওয়া হত৷  ৯০ দশক অবধি ভারতীয় ড্রেসিংরুমের অশান্তির খবর এভাবে হাটে হাঁড়ি ভাঙা হত৷  ফের একবার বিরাট জমানায় ভারতীয় ড্রেসিং রুমের সেই ছবি এল সামনে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli-র ব্যবহার নিয়ে চরম ক্ষুব্ধ সিনিয়র ক্রিকেটাররা, ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল