TRENDING:

Satadru Dutta Update: মেসির সঙ্গে বিমানে চড়ে বসেছিলেন শতদ্রুও, নামিয়ে আনল পুলিশ! কলকাতা বিমানবন্দরে কী ঘটেছিল শনিবার?

Last Updated:

লা ১২.২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শতদ্রু দত্ত৷ সিকিউরিটি চেকিং সহ সব প্রক্রিয়া মিটিয়ে বেলা ১২.৪০ মিনিটে চার্টার্ড বিমানে ওঠেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সল্টলেক স্টেডিয়ামে ততক্ষণে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে৷ স্টেডিয়াম ছেড়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছেও গিয়েছেন লিও মেসি এবং তাঁর টিম৷ বিমানবন্দরে অপেক্ষারত চার্টার্ড বিমানেও উঠে পড়েছিলেন লিও৷
লিওনেল মেসির সঙ্গে শতদ্রু দত্ত৷ ছবি- ফেসবুক থেকে
লিওনেল মেসির সঙ্গে শতদ্রু দত্ত৷ ছবি- ফেসবুক থেকে
advertisement

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’- তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেই সময় লিওনেল মেসির সঙ্গেই ছিলেন তাঁর ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত৷ কিছুক্ষণের মধ্যেই মেসি এবং তাঁর সঙ্গী ফুটবলারদের সঙ্গে হায়দ্রাবাদ উড়ে যাওয়ার কথা ছিল শতদ্রুর৷ কিন্তু ঠিক তখনই বিমান থেকে শতদ্রুকে নেমে আসতে বলেন বিমানবন্দরের শীর্ষ আধিকারিকরা৷ কারণ ততক্ষণে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শতদ্রু দত্তকে আটকানোর জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তা চলে এসেছে৷

advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেলা ১২.২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শতদ্রু দত্ত৷ সিকিউরিটি চেকিং সহ সব প্রক্রিয়া মিটিয়ে বেলা ১২.৪০ মিনিটে চার্টার্ড বিমানে ওঠেন তিনি৷ সেই সময়ই বিমানবন্দরে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের কারণে শতদ্রু দত্তকে শহর ছাড়তে নিষেধ করেন তিনি৷

শেষ পর্যন্ত বেলা একটা নাগাদ বিমান থেকে নামিয়ে আনা হয় শতদ্রু দত্তকে৷ বিমানবন্দরের টারম্যাকেই একটি গাড়ির ভিতরে বসিয়ে রাখা হয় তাঁকে৷ সূত্রের খবর, টিকিটের দাম ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রথমে পুলিশকে বোঝানোর চেষ্টা করেন শতদ্রু৷ লিওনেল মেসির বাদবাকি সফরের জন্য তাঁরও হায়দ্রাবাদ এবং মুম্বইয়ে যাওয়া প্রয়োজন বলে দাবি করেন শতদ্রু৷ যদিও তাঁর কোনও যুক্তিই শুনতে চায়নি পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
আরও দেখুন

শেষ পর্যন্ত শতদ্রু দত্তকে বাদ দিয়েই বেলা ২.৩৪ নাগাদ মেসি সহ বাকিদের নিয়েই হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যায় চার্টার্ড বিমান৷ এর পর জিজ্ঞাসাবাদের পর শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ৷ এ দিন আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷

বাংলা খবর/ খবর/খেলা/
Satadru Dutta Update: মেসির সঙ্গে বিমানে চড়ে বসেছিলেন শতদ্রুও, নামিয়ে আনল পুলিশ! কলকাতা বিমানবন্দরে কী ঘটেছিল শনিবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল