ভারতীয় ক্রীড়া ইতিহাসে কার্যত নজির সৃষ্টির পর সংবাদসংস্থা আইএএনএসকে সরবজ্যোত জানান, তিনি তাঁর মায়ের সঙ্গেও ঠিক করে কথা বলেন নি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২২ বছরের তরুণ বলেন, ” আমি আমার মায়ের সঙ্গেও ঠিক করে কথা বলিনি। শুধু বলেছি এখন ব্যস্ত আছি। পরে কথা হবে।”
আরও পড়ুন: অলিম্পিক্সের সোনার পদকে আদৌ সোনা থাকে? আসল সত্যি জানলে হা হয়ে যাবেন
advertisement
কিন্তু শুধু ব্রোঞ্জ পেয়েই তিনি সন্তুষ্ট নন এটাও জানান তিনি। তিনি বলেন, “আমার শুটার হিসাবে অনেক ছোট বয়েস থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্রোঞ্জ পেয়ে ভাল লাগছে। কিন্তু আমি সন্তুষ্ট নই। আমাকে নিজের উপর আরও খাটতে হবে। ২০২৮ সালে আমি আরও ভাল করব।”
তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
নেটপাড়ায় তা নিয়ে হাসাহাসিও শুরু হয়ে যায়। এক নেটাগরিক মন্তব্য করেন, ” এই হল আমাদের ভারতীয় মা”। আর একজন মন্তব্য করেন “ভারতীয় মায়েরা সত্যিই এইরকমই হয়।”
হরিয়ানার অম্বালার কৃষকের ছেলে সরবজিৎ একক বিভাগে ব্যর্থ হলেও মনু ভাকেরের সঙ্গে মিলে ব্রোঞ্জ জয় করেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ” গোটা ম্যাচে খুব চাপ ছিল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পেরে ভাল লাগছে।”