ছেলের বাদ পড়া কিছুতেই মেনে নিতে পারছেন না সঞ্জু স্যামসনের বাবা। সঞ্জু বাদ পড়ার কারণ নিয়ে চর্চার সময় অনেকেই বলেছেন বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন সঞ্জু। ছেলের বাদ পড়ার জন্য কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তাকে দায়ী করেছেন সঞ্জুর বাবা। কখনও রাজ্য সংস্থার বিরুদ্ধে মুখ না খুললেও এবারের ঘটনা খুব বড় বলে জানিয়েছেন স্যামসন বিশ্বনাথ।
advertisement
সঞ্জু স্যামসনের বাবা জানিয়েছেন,”বিজয় হাজারে ট্রফির আগে একটি ক্যাম্পের আয়োজন করেছিল কেরল ক্রিকেট সংস্থা। সেই ক্যাম্পে যোগ দেয়নি সঞ্জু। আরও একাধিক ক্রিকেটার যোগ না দিলেও শুধু সঞ্জুকেই বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। কিছু কর্তা আছে যারা সঞ্জুকে পছন্দ করে না। তবে আমি শুঘু চাই আমার ছেলেকে খেলতে দেওয়া হোক।”
আরও পড়ুনঃ India vs Pakistan: জোর লেগে গেল ভারত-পাকিস্তানের! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় বিতর্ক
প্রসঙ্গত, চ্য়াম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে রয়েছেন সঞ্জু। দলের ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। ফলে ৫ ম্যাচের সিরিজে ফের একবার নিজের জাত চেনাতে মুখিয়ে রয়েছেন সঞ্জু। ফের একবার ব্যাটেই জবাব দিতে চান সঞ্জু স্যামসন।