TRENDING:

কোহলির দল থেকে বাদ পড়া বাঁচান ধোনি, জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হতশ্রী (তিন টেস্ট মিলিয়ে ৭৬) পারফরম্যান্স করা বিরাট, রিকি পন্টিংদের বিরুদ্ধেও প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ছিলেন চূড়ান্ত ফ্লপ। চার ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন যথাক্রমে ১১,০, ২৩, ০, ৯।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সাল ২০১১-১২। ভারতীয় দল থেকে প্রায় বাদ পড়তে চলেছিলেন বিরাট কোহলি। ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়ে রক্ষা করেন ক্যাপ্টেন এমএস ধোনি। এমনটাই জানালেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। সেবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত ০-৪ হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হতশ্রী (তিন টেস্ট মিলিয়ে ৭৬) পারফরম্যান্স করা বিরাট, রিকি পন্টিংদের বিরুদ্ধেও প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ছিলেন চূড়ান্ত ফ্লপ। চার ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন যথাক্রমে ১১,০, ২৩, ০, ৯।
advertisement

শেষ দু'টো টেস্টে কোহলিকে বসানোর কথাই ভেবে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু কোহলির সমর্থনে দাঁড়িয়ে ছিলেন ধোনি। পারথে তৃতীয় টেস্টে কোহলি ৪৪ ও ৭৫ রান করেন। অ্যাডিলেডে গিয়ে সিরিজের শেষ ও চতুর্থ টেস্টে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের প্রথম শতরানের স্বাদ পান কোহলি।

মঞ্জরেকর সোনি স্পোর্টস নেটওর্য়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, "বিরাট কোহলি তো বিরাট কোহলিই, সে সবসময় রানের রাস্তা খুঁজে নেয়। ২০১১-১২ সিরিজে ভারত ০-৪ হেরেছিল, কোহলির ওই সিরিজে একমাত্র ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেছিল। কোহলি তখন তরুণ ক্রিকেটার ছিল। সিডনি টেস্টের পরেই ও দল থেকে বাদ পড়তে চলছিল। ধোনির সমর্থনেই ও পারথে ৭০ ও পরে অ্যাডিলেডে সেঞ্চুরি করে।"

advertisement

আগামী ১৭ ডিসেম্বর থেকে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে মুখোমুখি হবে বিরাট বাহিনী। মঞ্জরেকর বলছেন, অ্যাডিলেডের পিচ অনেকটা ভারতের পিচের মতো। তাঁর সংযোজন, "অ্যাডিলেডে বহু ভারতীয় ব্যাটসম্যান রান পেয়েছে। এখানকার পিচ আমাদের পিচের মতো। গতি আছে, কিন্তু বাউন্সার বুক পর্যন্ত ওঠে। কিন্তু এবার যেহেতু গোলাপি বলে দিন-রাতের খেলা হবে, ফলে সব হিসেব বদলে যাবে। কোহলি কিন্তু ২০১৪-১৪ মরসুমে চারটি শতরান করেছে এখানে।" মঞ্জরেকর আশাবাদী কোহলি এবারও জ্বলে উঠবেন এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Subhapam Saha

বাংলা খবর/ খবর/খেলা/
কোহলির দল থেকে বাদ পড়া বাঁচান ধোনি, জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল