শেষ দু'টো টেস্টে কোহলিকে বসানোর কথাই ভেবে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু কোহলির সমর্থনে দাঁড়িয়ে ছিলেন ধোনি। পারথে তৃতীয় টেস্টে কোহলি ৪৪ ও ৭৫ রান করেন। অ্যাডিলেডে গিয়ে সিরিজের শেষ ও চতুর্থ টেস্টে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের প্রথম শতরানের স্বাদ পান কোহলি।
মঞ্জরেকর সোনি স্পোর্টস নেটওর্য়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, "বিরাট কোহলি তো বিরাট কোহলিই, সে সবসময় রানের রাস্তা খুঁজে নেয়। ২০১১-১২ সিরিজে ভারত ০-৪ হেরেছিল, কোহলির ওই সিরিজে একমাত্র ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেছিল। কোহলি তখন তরুণ ক্রিকেটার ছিল। সিডনি টেস্টের পরেই ও দল থেকে বাদ পড়তে চলছিল। ধোনির সমর্থনেই ও পারথে ৭০ ও পরে অ্যাডিলেডে সেঞ্চুরি করে।"
advertisement
আগামী ১৭ ডিসেম্বর থেকে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে মুখোমুখি হবে বিরাট বাহিনী। মঞ্জরেকর বলছেন, অ্যাডিলেডের পিচ অনেকটা ভারতের পিচের মতো। তাঁর সংযোজন, "অ্যাডিলেডে বহু ভারতীয় ব্যাটসম্যান রান পেয়েছে। এখানকার পিচ আমাদের পিচের মতো। গতি আছে, কিন্তু বাউন্সার বুক পর্যন্ত ওঠে। কিন্তু এবার যেহেতু গোলাপি বলে দিন-রাতের খেলা হবে, ফলে সব হিসেব বদলে যাবে। কোহলি কিন্তু ২০১৪-১৪ মরসুমে চারটি শতরান করেছে এখানে।" মঞ্জরেকর আশাবাদী কোহলি এবারও জ্বলে উঠবেন এখানে।
Subhapam Saha