ক্রিকেটার আরিয়ান বাঙ্গার ছেলে থেকে মেয়ে হওয়ার পর প্রথমবার ভারতে এসেছেন। আরিয়ান ইংল্যান্ডে থাকেন। তিনি কয়েক বছর আগে ইংল্যান্ডে তাঁর জেন্ডার চেঞ্জ করিয়েছিলেন। তার পর আরিয়ান ছেলে থেকে মেয়ে হয়ে যান। এখন তিনি তাঁর নাম বদলে অনয়া রেখেছেন। অনায়া ভারত পৌঁছেছেন। তিনি মুম্বই এয়ারপোর্টে নেমেছেন। বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ তাঁর নতুন লুক পছন্দ করেছেন।
advertisement
আরও পড়ুন- IPL চিয়ারলিডারকে ভালবেসে বিয়ে! একজনের সংসার ভাঙল, আরেক ক্রিকেটার সুখী!
অনয়া বাঙ্গার (Anaya Bangar) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তিনি তাঁর ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। তিনি ভারত আসার খবর মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। মুম্বই পৌঁছানোর পর অনয়া সরাসরি বিউটি পার্লারে পৌঁছান। সেখানে তিনি মেকআপ করিয়েছেন। অনয়া ইনস্টাগ্রামে দুটি ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে তিনি মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন বলে দেখা যাচ্ছে। অন্যটিতে তিনি পার্লারের ভিতরে তাঁর চুল স্ট্রেট করাচ্ছেন।
অনয়া ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকেন। ইনস্টাগ্রামে একজন ইউজার লিখেছেন, ‘কী থেকে কী হয়ে গেলেন দেখুন…’ অন্য একজন ইউজার লিখেছেন, ‘বিউটিফুল’ এবং আরেকজন ইউজার লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে। দয়া করে ওকে সম্মান করুন।’ তিনি হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি করিয়েছেন। অনয়া হওয়ার আগে আরিয়ান ইংল্যান্ডে কাউন্টি ক্লাব থেকে ক্রিকেট খেলেছেন। তিনি আন্ডার ১৬-তে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ক্রিকেট খেলেছেন।
অনয়া ফেব্রুয়ারিতে ভারত আসার তথ্য দিয়ে ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছিলেন, ‘ইন্ডিয়া প্রস্তুত হও, আমি ফিরে আসছি। প্রথমবার আমি ইন্ডিয়া ফিরে আসছি। প্রথমবার আমি আসল রূপে ফিরে আসছি। আমি এই দৃষ্টিতে কখনও ইন্ডিয়াকে অনুভব করিনি। কিন্তু এখন সময় এসেছে। আমার এই যাত্রার অংশ যারা ছিলেন এবং আমার বন্ধু, তাদের সাথে এপ্রিল মাসে দেখা হবে।’ অনয়া একটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিলেন।