TRENDING:

সানিয়া মির্জার ছেলে ইজহান হার মানতে পারে তৈমুরকেও! দেখুন ভাইরাল ছবি!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাকিস্তান: সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিক এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে চর্চিত বাচ্চার একজন। এমএস ধোনির মেয়ে জিভা খুবই জনপ্রিয়। এর পর সেই জায়গা নিতে চলেছে সানিয়া মির্জার ছেলে।
advertisement

সোশ্যাল মিডিয়ায় সানিয়া ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন,'সবচেয়ে সুন্দর ছবি এটা! এখন থেকে তুমি আমার সারাজীবনের সব সময়ের পছন্দের হয়ে থাকবে। এই পোস্ট করার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইজহানের ছবি! তৈমুরকেও হারিয়ে দিতে পারে ইজহান! এতটাই মিষ্টি দেখতে সে।---

বাংলা খবর/ খবর/খেলা/
সানিয়া মির্জার ছেলে ইজহান হার মানতে পারে তৈমুরকেও! দেখুন ভাইরাল ছবি!