এই প্রশ্নের উত্তরে সানিয়া মির্জা (Sania Mirza) বলেছেন, ‘‘যদি মন থেকে বলি তাহলে আমি প্রতি ম্যাচে মোটেই এটা ভাবি না৷ সত্যি সত্যি আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি এটা ঘোষণা করে দিয়েছি৷ ’’
আরও পড়ুন - Family Problem: পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে খুন কাকা
ভারতের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza Retierment) সনি স্পোর্টস নেটওয়ার্কের এক্সট্রা সার্ভ অনুষ্ঠানে কথা বলছিলেন৷ সানিয়া মির্জার নামে ৬ টি গ্র্যান্ডস্ল্যাম খেতাব রয়েছে৷ যার মধ্যে তিনটি মিক্সড ডাবলস খেতাব৷ হায়দরাবাদের সানিয়া মির্জা জানিয়েছেন তিনি ম্যাচ জেতার জন্য টেনিস খেলেন৷ তিনি আরও বলেন, ‘‘আমি ম্যাচ জেতার জন্য টেনিস খেলি, যতদিন টেনিস খেলব প্রতিটা ম্যাচ জিততে চেষ্টা করব৷ এর জন্য এই (অবসর) নয়, যেটা সব সময় আমার মাথায় থাকে৷ ’’
advertisement
আরও পড়ুন - Republic Day 2022: লাদাখ থেকে অরুণাচল ১২হাজার থেকে ১৭ হাজার ফুট, -৪৫ ডিগ্রিতে জাতীয় পতাকা উত্তোলন
টেনিস খেলতে আনন্দ পাই
সানিয়া মির্জা জানিয়েছেন, ‘‘আমার টেনিস খেলতে মজা হয়৷ আমি সব সময়ে এর আনন্দ উঠিয়েছি৷ জয় পাই বা হার আমার দৃষ্টিভঙ্গি এখনও এরকমই৷ নিজের ১০০ শতাংশ দিই৷ কখনও কখনও এটা কাজ করে, কখনও এটা কাজ করে না৷ কিন্তু এই বছরের বাকিটায় আমি নিজের একশ শতাংশ দিতে চাই৷ আর আমি এটা ভাবি না বছরের শেষে কি হবে৷’’
সানিয়া মির্জা আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলেছিলেন৷ তাঁর অজি জুটি জেমি ফোরলিস এবং জেসন কুবলরের বিরুদ্ধে খেলেন৷ তাতেই হেরে যান ৷ এই ম্যাচের বিষয়ে সানিয়া মির্জা বলেন . ‘‘এমন দিন হয় যেটা আপনার হয় না৷ যখন গ্র্যান্ডস্ল্যামে এটা হয় তখন সেটা খুব দুর্ভাগ্যপূর্ণ হয়৷’’