এখনও পর্যন্ত দম্পতির বিচ্ছেদের কারণ জানা যায়নি৷ পাকিস্তানি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এক টেলিভিশন শো-এর সূত্রে স্ত্রী সানিয়ার সঙ্গে প্রেমে প্রতারণা করেছেন শোয়েব৷ খবরে এও প্রকাশিত হয়েছে যে বেশ কিছু দিন ধরেই তাঁরা আলাদা থাকছেন৷ তবে সন্তান ইজাজের ক্ষেত্রে তাঁরা কো পেরেন্টিং বা সহঅভিভাবকত্ব বজায় রেখেছেন৷ তবে শোয়েব বা সানিয়া দু’জনের কেউই এই বিচ্ছেদ-গুঞ্জনে কোনও মন্তব্য করেননি৷
advertisement
আরও পড়ুন : টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে খারাপ খবর, অনুশীলনে চোট রোহিতের
২০১০-এর এপ্রিলে তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে বিবাহবন্ধনে বাঁধা পড়েন শোয়েব ও সানিয়া৷ তাঁদের একমাত্র ছেলে ইজাজের বয়স ৪ বছর৷ সামাজিক মাধ্যমে এখনও প্রবাহিত ইজাজ মির্জা মালিকের সাম্প্রতিক জন্মদিন উদযাপনের ছবি৷ শেয়ার করেছেন শোয়েব এবং সানিয়া দু’জনেই৷
তবে সানিয়ার তরফে সন্দেহজনক পোস্ট এটাই প্রথম নয়৷ কিছু দিন আগে তিনি ছেলে ইজাজের সঙ্গে একটি খেলার মুহূর্ত পোস্ট করেছিলেন৷ ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘জীবনের কঠিনতম সময় পাড়ি দিতে সাহায্য করে যে মুহূর্তগুলি৷’