TRENDING:

দ্বিমুকুটজয়ী সানিয়াকে অভিনন্দন মোদীর

Last Updated:

উইম্বলডনের পর এবার ইউ এস ওপেনও অনায়াসে জিতে নিলেন তাঁরা৷ রবিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ডেলাকুয়া এবং শেদোভা জুটিকে তাঁরা হারালেন ৬-৩, ৬-৩ সেটে ৷ আগাগোড়াই নিঁখুত খেলে এদিন ট্রফি ছিনিয়ে নিলেন সানিয়ারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: সত্যি এখন স্বপ্নের ফর্মে রয়েছেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি ৷ উইম্বলডনের পর এবার ইউ এস ওপেনও অনায়াসে জিতে নিলেন তাঁরা৷ রবিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ডেলাকুয়া এবং শেদোভা জুটিকে তাঁরা হারালেন ৬-৩, ৬-৩ সেটে ৷ আগাগোড়াই নিঁখুত খেলে এদিন ট্রফি ছিনিয়ে নিলেন সানিয়ারা৷
advertisement

উইম্বলডন চ্যাম্পিয়নদের নিয়ে স্বভাবতই প্রত্যাশা ছিল অনেক বেশি৷ কিন্তু ফাইনাল যে এত সহজে সানিয়ারা জিতবেন সেটা হয়তো ভাবেননি অনেকেই৷ একপেশে ডাবলস ফাইনাল জিততে ইন্দো-সুইস জুটির সময় লাগে এক ঘণ্টার কিছু বেশি সময়৷ সানিয়ার এটাই প্রথম ইউ এস ওপেন খেতাব৷ এবছর উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেন দ্বিমুকুট জয়ী সানিয়াকে ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
দ্বিমুকুটজয়ী সানিয়াকে অভিনন্দন মোদীর