TRENDING:

এনরিকের কনসার্টে বিতর্কে জড়ালেন সঙ্গাকারা-জয়বর্ধনে

Last Updated:

নিজেদের ক্রিকেট জীবনে কখনও এমন নজির নেই তাঁদের দু’জনেরই ৷ কিন্তু ক্রিকেট ছাড়ার পর বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তী কুমার সঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে। সৌজন্যে, কলম্বোতে বিশ্ববিখ্যাত স্প্যানিশ পপস্টার এনরিকে ইগলেশিয়াসের একটি কনর্সাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: নিজেদের ক্রিকেট জীবনে কখনও এমন নজির নেই তাঁদের দু’জনেরই ৷ কিন্তু ক্রিকেট ছাড়ার পর বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তী কুমার সঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে। সৌজন্যে, কলম্বোতে বিশ্ববিখ্যাত স্প্যানিশ পপস্টার এনরিকে ইগলেশিয়াসের একটি কনর্সাট। গত ২০ ডিসেম্বর নতুন অ্যালবাম ‘লভ অ্যান্ড সেক্স’-এর প্রচারে দ্বীপরাষ্ট্রে শো করেন এই স্প্যানিশ গায়ক। এনরিকের কনসার্টের দায়িত্বে ছিল সদ্য তৈরি হওয়া সঙ্গকারা এবং জয়বর্ধনের বিনোদন কোম্পানি। কিন্তু নিরাপত্তার বেড়া টপকে মঞ্চে উঠে আসেন এক তরুণী। জড়িয়ে ধরেন এনরিকেকে। ক্যামেরায় ধরা পড়ে তাঁদের চুমু খাওয়ার ছবি। এখানেই শেষ নয়। অভিযোগ মঞ্চ থেকেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রীপালা সিরিসেনাকে অকথ্য গালিগালাজ করেন ওই তরুণী। এই ঘটনার পর মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় কনর্সাট। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন খোদ প্রেসিডেন্ট সিরিসেনা। দুই ক্রিকেটারের নাম না নিলেও ওই কোম্পানিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এদিকে এই ঘটনায় লজ্জিত লঙ্কার দুই প্রাক্তন ক্রিকেটার। এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, আগামী দিনে তাঁরা আরও সতর্ক থাকবেন।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
এনরিকের কনসার্টে বিতর্কে জড়ালেন সঙ্গাকারা-জয়বর্ধনে