আরও পড়ুন - 'দু'বছরে একটা হিট দিয়ে হিটম্যান হওয়া যায় না'! আমির খানকে হঠাৎ নজিরবিহীন আক্রমণ রোহিতের
একমাত্র অধিনায়ক হিসেবে ধোনির শুধু তিনটে আইসিসি ট্রফি আছে বলেই নয়। মাঠ এবং মাঠের বাইরে ধোনির মতো জেন্টলম্যান এবং ভদ্র ক্রিকেটার খুব বেশি নেই মনে করেন সানা। প্রত্যেক ক্রিকেটারের রোল মডেল হিসেবে ধোনিকে রাখা উচিত মনে করেন পাক সুন্দরী। এত সাফল্যের পরেও যেভাবে মহেন্দ্র সিং ধোনি মাটির কাছাকাছি থাকেন সেটাই সানার সবচেয়ে পছন্দের জিনিস।
advertisement
এরকম মানুষ পৃথিবীতে বেশি করে দরকার বলেছেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ কালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সানা মির। দীর্ঘ এই ক্রিকেট জীবনে সানা ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
২০০৯ সাল থেকে ২০১৭ সাল-- এই আট বছরে পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনও ছিলেন তিনি। সানা মিরই পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার যিনি বোলার হিসাবে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। ১০০টি টি২০ খেলার নজিরও রয়েছে তাঁর।