ম্যাচের শুরুতে কালীকট দল ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায়। ১৮ ওভার শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১১৫ রান। পিচে ডাবল পেস থাকায় রান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মাঠে নামেন সালমান নিজার। তার ব্যাটে শুরু হয় ছয়ের বৃষ্টি। মাত্র ২৬ বল খেলে তিনি ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি বিশাল ছয়।
advertisement
বিশেষ করে ১৯তম ওভারে ভারতীয় ক্রিকেটার বাসিল থাম্পির বিরুদ্ধে সালমান পরপর পাঁচটি ছয় মারেন। শেষ বলে শট রান নেন তিনি। শেষ ওভার নিজে ব্যাট করার জন্যই এই সিদ্ধান্ত নেন সালমান। ওভারে ওঠে ৩১ রান। পরের ওভারে অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন সলমন। পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ, সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সলমন।
আরও পড়ুনঃ Asia Cup 2025: ৩ ম্যাচে ২৭২ রান, এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা, চাপ বাড়ছে গিলের!
মাত্র দুই ওভারে ৭১ রান তুলে বিশ্বরেকর্ড গড়েন সালমান। টি-টোয়েন্টির ইতিহাসে শেষ দুই ওভারে এটি সর্বোচ্চ রান। এছাড়া ১২ বলে ১১টি ছয়ও আজ পর্যন্ত কেউ মারতে পারেনি। সালমান নিজারের এই ইনিংস প্রমাণ করে যে, একটি ম্যাচে পরিস্থিতি যাই হোক, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। তার ব্যাটিং কৌশল ও সাহসিকতা শুধু কালীকট দলকে জয় এনে দেয়নি, বরং তাকে নিয়ে গেছে ক্রিকেট ইতিহাসের এক নতুন উচ্চতায়।