সত্যিই কি সাদা বলে লালা লাগালে বোলারদের কোনও লাভ হয়? অনেকের দাবি, এতে বোলিংয়ে সুবিধা পাচ্ছেন বোলাররা। আবার আরেকপক্ষ বলছে, লাল বলে লালা লাগালে সুবিধা হয় বোলারের। তবে সাদা বলে কোনও লাভ হয় না। এবার অস্ট্রেলিয়া ও দিল্লি ক্যাপিটালসের বোলার মিচেল স্টার্কও বলছেন একই কথা।
বুধবার আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস সুপার ওভারে ম্যাচ জেতে। এমন রোমহর্ষক ম্যাচে দিল্লির জয়ের নেপথ্যে মিচেল স্টার্ক। সুপার ওভারে তিনিই রাজস্থানকে মাত্র ৯ রানে আটকে দেন। সেই রান তুলতে দিল্লির কোনও সমস্যা হয়নি। এর পর ম্যাচ শেষে স্টার্ক নাম না করে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে কটাক্ষ করেন।
advertisement
আরও পড়ুন- ক্যানসার-এর সঙ্গে লড়ে IPL-এ কামব্যাক! কোটিপতি লিগে আবার ফিরছেন কিংবদন্তি
বলে লালা বা থুতুর ব্যবহার নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শামি ও সিরাজ। লালার ব্যবহার ফেরানোর দাবি তুলেছিলেন তাঁরা। স্টার্ক এবার সাদা বলে লালার ব্যবহার নিয়ে বলেন, লালা বা ঘামের ব্যবহার বল স্যুইং করতে খুব একটা বেশি সাহায্য করে না। লাল বলে লালার ব্যববার কাজ করে কিছুটা। তবে সাদা বলে তা কোনও পার্থক্য গড়ে দেয় না।
আরও পড়ুন- রণবীর সিংকে প্রেমিক হিসেবে চাননি কেন? চমকে দেওয়া জবাব বিরাটের স্ত্রী অনুষ্কার
স্টার্ক বলেন, ‘আমি বলে লালা ব্যবহার করি না। এটা একটা প্রচলিত ধারণা। অনেকে মনে করেন, সাদা বলে লালা কার্যকর হয়। আমি জানি না। ঘাম বা লালার ব্যবহার কী পার্থক্য তৈরি করে তা আমার আন্দাজের বাইরে। লাল বলে এটা পার্থক্য তৈরি করতে পারে, তবে সাদা বলে এটা পার্থক্য তৈরি করে না।’