TRENDING:

SA vs BAN, Sakib Al Hasan: সাকিব, তামিমদের ব্যাটিং বিক্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের

Last Updated:

Sakib Al Hasan scores brilliant 77 as Bangladesh puts huge total against South Africa. সাকিব, তামিমদের ব্যাটিং বিক্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলাদেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশ -৩১৪/৭
ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব
ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব
advertisement

#সেঞ্চুরিয়ন: দেশ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভাল কিছু করার আশ্বাস দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।। প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ জিতবে কিনা সময় বলবে। কিন্তু টাইগারদের ব্যাটিং সুপারহিট। সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লুঙ্গি এনগিডির করা প্রথম ওভারটিই ছিল মেডেন। দুই ওপেনার শুরু করেছিলেন দেখেশুনে।

advertisement

আরও পড়ুন - KKR, Shreyas Iyer: কেকেআর জার্সিতে গৌতম গম্ভীরের সাফল্য স্পর্শ করতে পারবেন শ্রেয়স আইয়ার ? আশাবাদী গাভাসকার

একটু সময় নিয়েই তামিম ইকবাল আর লিটন দাস উইকেটে সেট হন। পাওয়ারপ্লের ১০ ওভারে আসে ৩৩ রান। দুজনে গড়েন ৯৫ রানের ওপেনিং জুটি। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড। আন্দিলে ফেলুকায়োর করা ২২ তম ওভারের তৃতীয় বলে তামিম এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৬৭ বলে ৩ চার ১ ছক্কায় ৪১ রান করা তামিম। পরের ওভারে আরেক ওপেনার লিটনও বিদায় নেন।

advertisement

advertisement

পঞ্চম ফিফটি তুলে নেন লিটন। ১০৪ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলকে এগিয়ে নিতে থাকেন দুই সিনিয়র সাকিব আর মুশফিক। ব্যাট হাতে জ্বলে ওঠেন সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচিত সাকিব। ফেলুকায়োকে ছক্কা মেরে ৫০ বলে তুলে নেন ফিফটি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠা সাকিব ৪২তম ওভারে লুঙ্গির করা ইয়র্কার অযথা স্কুপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শেষ হয় ৬৪ বলে ৭ চার ৩ ছক্কায় ৭৭ রানের ইনিংস। এরই সঙ্গে ভাঙে ইয়াসির আলীর সঙ্গে ৮২ বলে ১১৫ রানের জুটি। ইয়াসির ৪৩ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে আউট হন। শেষদিকে ছোট ছোট অবদানে স্কোরকার্ড বড় করেন মাহমুদউল্লাহ (১৭ বলে ২৫), আফিফ (১৩ বলে ১৭) এবং মেহেদি মিরাজ (১৩ বলে ১৯*)। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩১৪ রান।

বাংলা খবর/ খবর/খেলা/
SA vs BAN, Sakib Al Hasan: সাকিব, তামিমদের ব্যাটিং বিক্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল