পুণের মাঠে রেকর্ড রান তাড়া করে জয়। তার পরের দিনেই এক অন্য বিরাট। ভারত অধিনায়কের মধ্যে দার্শনিক উপলব্ধি। বাজিরাওয়ের শহরে ইংল্যান্ড বধ করেই মুখোমুখি বিবিসির। নাসের হুসেনকে দেওয়া সাক্ষাৎকারে দার্শনিক বিরাটের মন্তব্য, ‘‘ সচিন কোনও টার্গেট নয়, সচিন একটা দর্শন। জানেন না টানা ২৪ বছর দেশের জন্য খেলতে পারব কীনা, তবে, যতদিন খেলব, বাকিদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করব। ’’
advertisement
ধোনির হাত থেকে ব্যাটন ধরেছেন। নেতা হিসেবে দেশবাসীর থেকে সম্মান পেয়েছেন। তবু বিরাট মনে করেন, তিনি ভাগ্যবান, তাঁর জীবনে বহু মতের কোনও জায়গা নেই। তিনি মনে করেন, একাধিক মানুষের মতামত জীবনকে বিভ্রান্ত করে। সেই জীবনের আর কোনও মানে থাকে না।
জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন ভারসাম্য। সেই ভরেই এখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান। স্বপ্ন নয়, থাকতে চান বাস্তবের বাইশগজে। উপলব্ধি দার্শনিক বিরাটের।