TRENDING:

Sachin Tendulkar : 'আধার কার্ড দেখাব নাকি'? খোদ সচিনের 'পরিচয়' নিয়ে প্রশ্ন, জবাব দিলেন কিংবদন্তি

Last Updated:

Sachin Tendulkar- সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে এবার বড় প্রশ্ন করে ফেললেন এক ভক্ত। সচিনের সঙ্গে একবার কথা বলার সুযোগ পাওয়া অনেকের কাছে স্বপ্নের মতো। আর তাঁর সঙ্গে দেখা করা তো স্বপ্নের থেকেও বেশি কিছু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘ক্রিকেটের ঈশ্বর’ তিনি। সেই তাঁকেই কি না পরিচয় জানানোর জন্য আধার কার্ড দেখাতে হবে! সচিন তেন্ডুলকর ক্রিকেট ছেড়েছেন প্রায় এক যুগ হতে চলল। তার পরও সচিনের জনপ্রিয়তা তুঙ্গে। ক্রিকেট ছাড়ার পর থেকে প্রায় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন তিনি। একমাত্র কিংবদন্তিদের ম্যাচেই তাঁকে দেখা যায়।
News18
News18
advertisement

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে এবার বড় প্রশ্ন করে ফেললেন এক ভক্ত। সচিনের সঙ্গে একবার কথা বলার সুযোগ পাওয়া অনেকের কাছে স্বপ্নের মতো। আর তাঁর সঙ্গে দেখা করা তো স্বপ্নের থেকেও বেশি কিছু। সেই সুযোগ পেয়ে গেলেন একজন। তবে এমন স্বপ্নপূরণের মতো ঘটনা বিশ্বাসই করতে পারলেন না তিনি। প্রশ্ন করে বসলেন, ‘আপনি কি সত্যিই সচিন তেন্ডুলকর? প্রমাণ দিন।’

advertisement

ভক্তের এমন প্রশ্নের উত্তরে কী বললেন মাস্টার ব্লাস্টার? সচিন মজা করে বললেন, , ‘আধার কার্ড পাঠাতে হবে নাকি?’ এদিন আরও একাধিক প্রশ্নের মজার উত্তর দিয়েছেন সচিন। যার মধ্যে একটা ছিল স্টিভ বাকনরকে নিয়ে। সচিনকে বহুবার ‘ভুল’ আউট দিয়েছিলেন এই আম্পায়ার।

আরও পড়ুন- ‘ইনশাল্লাহ্, এবার ভারতকে পেলে…!’ পাক পেসার রউফের হুমকি, অতীত কি ভুলে গেল পাকিস্তান?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

এক ব্যক্তি এদিন প্রশ্ন করেন, ‘স্টিভ বাকনরকে নিয়ে কিছু বলুন প্লিজ।’ সচিন উত্তরে বলেন, ‘আমি যখন ব্যাট করতাম, তখন ওকে একটা বক্সিং গ্লাভস দিলে ভাল হত। আসলে বক্সিং গ্লাভস পরে বাখনার যাতে আউট করার জন্য আঙুল না তুলতে পারেন, সেটাই বোঝাতে চান সচিন। এরই মধ্যে অর্জুনের বাগদান নিয়েও কথা বলেন সচিন। তিনি লেখেন, ‘অর্জুন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। পরিবারের সবাই খুব উত্তেজিত।’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar : 'আধার কার্ড দেখাব নাকি'? খোদ সচিনের 'পরিচয়' নিয়ে প্রশ্ন, জবাব দিলেন কিংবদন্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল