সচিন তেন্ডুলকর
অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে যাই মনে নেই সেই কবে। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।
রড লেভার
সব কিছুর জন্য ধন্যবাদ রজার, শুধুমাত্র গ্র্যান্ড স্লামের সংখ্যা দিয়ে তোমায় বিচার করা যাবে না। আশা করি তাড়াতাড়ি দেখা হবে।
রাফায়েল নাদাল
প্রিয় বন্ধু রজার, বন্ধুও বটে আবার শত্রুও বটে! এই দিনটা আসবে ভাবিনি। ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কর্টের ভেতরে এবং বাইরে। কান্না পাচ্ছে।
জসপ্রীত বুমরাহ
টেনিস ইতিহাসের অন্যতম সেরা। সোনালী অক্ষরে নাম লেখা থাকবে। সারা পৃথিবীর অন্যতম সেরা স্পোর্টস আইকন। আপনার খেলা দেখা ছিল আনন্দ, শুধুই আনন্দ।
দীনেশ কার্তিক
আপনাকে সালাম কিংবদন্তি। ভাষায় এই অনুভূতি প্রকাশ করতে পারছি না। মন ভারাক্রান্ত।
শোয়েব আখতার
আপনার ক্যারিয়ার সবার কাছে অনুপ্রেরণা। আমার কাছে টেনিসের সর্বকালের সেরা। সত্যিকারের জেন্টলম্যান। অবসর জীবন ভাল হোক।
হার্দিক পান্ডিয়া
এরকম ক্যারিয়ার মানুষ স্বপ্নে দেখে, আপনি বাস্তবে করে দেখেছিলেন। স্যালুট ফেদেক্স।
ইরফান পাঠান
অনেক টেনিস খেলোয়াড় এসেছে এবং গিয়েছে। রজার ফেদরার একজনই। জিনিয়াস আপনাকে মিস করব।