TRENDING:

বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল

Last Updated:

Sachin Tendulkar shocked and in disbelief after Roger Federer retirement from professional tennis. বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: টেনিসে বিখ্যাত খেলোয়াড়ের নাম গুনতে বসলে সংখ্যায় অনেক। এই তালিকা দীর্ঘ। কিন্তু রজার ফেডেরার নামটা যেন টেনিস প্রেমীদের কাছে একটা ম্যাজিক। তার অবসরের খবরে শুধু টেনিস জগৎ নয়, সাধারণ মানুষ থেকে অন্যান্য ক্রীড়াবিদরা দুঃখ পাবেন, সেটাই স্বাভাবিক। সুইস তারকার বিদায় ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে কমেন্টসে। কিছু জনপ্রিয় ক্রীড়াবিদের বক্তব্য তুলে ধরা হল।
বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন
বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন
advertisement

সচিন তেন্ডুলকর

অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে যাই মনে নেই সেই কবে। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।

রড লেভার

সব কিছুর জন্য ধন্যবাদ রজার, শুধুমাত্র গ্র্যান্ড স্লামের সংখ্যা দিয়ে তোমায় বিচার করা যাবে না। আশা করি তাড়াতাড়ি দেখা হবে।

রাফায়েল নাদাল

প্রিয় বন্ধু রজার, বন্ধুও বটে আবার শত্রুও বটে! এই দিনটা আসবে ভাবিনি। ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কর্টের ভেতরে এবং বাইরে। কান্না পাচ্ছে।

advertisement

জসপ্রীত বুমরাহ

টেনিস ইতিহাসের অন্যতম সেরা। সোনালী অক্ষরে নাম লেখা থাকবে। সারা পৃথিবীর অন্যতম সেরা স্পোর্টস আইকন। আপনার খেলা দেখা ছিল আনন্দ, শুধুই আনন্দ।

দীনেশ কার্তিক

আপনাকে সালাম কিংবদন্তি। ভাষায় এই অনুভূতি প্রকাশ করতে পারছি না। মন ভারাক্রান্ত।

শোয়েব আখতার

আপনার ক্যারিয়ার সবার কাছে অনুপ্রেরণা। আমার কাছে টেনিসের সর্বকালের সেরা। সত্যিকারের জেন্টলম্যান। অবসর জীবন ভাল হোক।

advertisement

হার্দিক পান্ডিয়া

এরকম ক্যারিয়ার মানুষ স্বপ্নে দেখে, আপনি বাস্তবে করে দেখেছিলেন। স্যালুট ফেদেক্স।

ইরফান পাঠান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনেক টেনিস খেলোয়াড় এসেছে এবং গিয়েছে। রজার ফেদরার একজনই। জিনিয়াস আপনাকে মিস করব।

বাংলা খবর/ খবর/খেলা/
বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল