TRENDING:

Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন

Last Updated:

Sachin Tendulkar says it is a learning process for Mumbai Indians in IPL. মেন্টর সচিনের জবাব, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল। নেটে সবাই উজাড় করে দিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রবিবার জন্মদিন সচিন তেন্ডুলকরের। তার আগে খোশমেজাজে ধরা দিলেন মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার সামনে মুখ খুললেন তিনি। দর্শকদের ‘সচিন সচিন’ ধ্বনির মধ্যেই তিনি জানালেন, এখনও নিজেকে ২০ বছর বয়সি বলেই মনে হয়। তবে সঙ্গে রয়েছে ২৯ বছরের অভিজ্ঞতা। নিজের রান এবং নিজের বয়স নিয়ে চিন্তা করি না আমি। চলতি আইপিএলে মুম্বই অবশ্য প্রথম ছয় ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে।
পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে বড় বয়ান সচিনের
পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে বড় বয়ান সচিনের
advertisement

আরও পড়ুন - Mukesh Choudhary, CSK : জাদেজার গালাগাল থেকে বাঁচিয়েছিলেন ধোনি! আজ ভরসার মর্যাদা দিলেন মুকেশ

কোথায় সমস্যা ছয়বারের চ্যাম্পিয়নদের? মেন্টর সচিনের জবাব, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল। নেটে সবাই উজাড় করে দিচ্ছে। কিন্তু ম্যাচে তার প্রতিফলন ঘটছে না। অনেকেই তরুণ। তাদের উপর আস্থা রাখতে হবে। একই সঙ্গে খুঁজতে হবে সমাধানের পথ। এখন ভুলভ্রান্তির শিকার হলেও আগামী দিনে এই তরুণরাই ভাল খেলবে। নতুন প্রজন্মকে কীভাবে গাইড করেন আপনি?

advertisement

সচিনের উত্তর, যারা আইপিএলে খেলতে আসে, তারা তৈরি হয়েই আসে। খুব বেশি পাল্টানোর দরকার পড়ে না। তবে আমি যতটা সম্ভব সাহায্য করি। চেষ্টা করি, ছোটখাট ভুল শুধরে দেওয়ার। এই ভূমিকাটা আমি দারুণ উপভোগও করছি। মনে রাখতে হবে এবারের মুম্বই ইন্ডিয়ান্স দলটা ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। নতুন ছেলেরা মাঠে ভুল না করলে শিখবে কি করে?

advertisement

অবশ্যই পেশাদার ফ্র্যাঞ্চাইজি হিসেবে দিনের শেষে জয় গুরুত্বপূর্ণ। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স অন্যরকম চিন্তা ধারায় বিশ্বাসী। এটা এমন একটা দল যারা ভবিষ্যতে মুম্বইকে গর্বিত করবে। সমর্থকদের বলব, এই বছরটা আমাদের শেখার। তাই ছেলেদের বলেছি হেরে গেলেও চাপ না নিতে। এটা একটা প্রক্রিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এই মুম্বই ইন্ডিয়ান্স দলটাই পরের কয়েক বছর আইপিএলে রাজত্ব করবে। এটা ক্রিকেটের নিয়ম। একটা দল সেট করতে সময় লাগে। টি টোয়েন্টি ফরম্যাটে যা কিছু হতে পারে। আমি গর্বিত তিলক বর্মা, ব্রেভিস, জয়দেব, ঋত্বিক, মুরুগানদের নিয়ে।

বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল