কোথায় সমস্যা ছয়বারের চ্যাম্পিয়নদের? মেন্টর সচিনের জবাব, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল। নেটে সবাই উজাড় করে দিচ্ছে। কিন্তু ম্যাচে তার প্রতিফলন ঘটছে না। অনেকেই তরুণ। তাদের উপর আস্থা রাখতে হবে। একই সঙ্গে খুঁজতে হবে সমাধানের পথ। এখন ভুলভ্রান্তির শিকার হলেও আগামী দিনে এই তরুণরাই ভাল খেলবে। নতুন প্রজন্মকে কীভাবে গাইড করেন আপনি?
advertisement
সচিনের উত্তর, যারা আইপিএলে খেলতে আসে, তারা তৈরি হয়েই আসে। খুব বেশি পাল্টানোর দরকার পড়ে না। তবে আমি যতটা সম্ভব সাহায্য করি। চেষ্টা করি, ছোটখাট ভুল শুধরে দেওয়ার। এই ভূমিকাটা আমি দারুণ উপভোগও করছি। মনে রাখতে হবে এবারের মুম্বই ইন্ডিয়ান্স দলটা ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। নতুন ছেলেরা মাঠে ভুল না করলে শিখবে কি করে?
অবশ্যই পেশাদার ফ্র্যাঞ্চাইজি হিসেবে দিনের শেষে জয় গুরুত্বপূর্ণ। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স অন্যরকম চিন্তা ধারায় বিশ্বাসী। এটা এমন একটা দল যারা ভবিষ্যতে মুম্বইকে গর্বিত করবে। সমর্থকদের বলব, এই বছরটা আমাদের শেখার। তাই ছেলেদের বলেছি হেরে গেলেও চাপ না নিতে। এটা একটা প্রক্রিয়া।
এই মুম্বই ইন্ডিয়ান্স দলটাই পরের কয়েক বছর আইপিএলে রাজত্ব করবে। এটা ক্রিকেটের নিয়ম। একটা দল সেট করতে সময় লাগে। টি টোয়েন্টি ফরম্যাটে যা কিছু হতে পারে। আমি গর্বিত তিলক বর্মা, ব্রেভিস, জয়দেব, ঋত্বিক, মুরুগানদের নিয়ে।