TRENDING:

Sachin on Virat Kohli: বিরাটের চোখে আগুন এবং সাফল্যের খিদে প্রথম থেকেই দেখেছিলেন সচিন

Last Updated:

Sachin Tendulkar reveals the input he gave Virat Kohli during 2014 after failure in England. বিরাটের সাফল্যে শেখার অদম্য ইচ্ছে এবং ত্যাগ প্রচুর, বলছেন সচিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাটের সাফল্যে শেখার অদম্য ইচ্ছে এবং ত্যাগ প্রচুর, বলছেন সচিন
বিরাটের সাফল্যে শেখার অদম্য ইচ্ছে এবং ত্যাগ প্রচুর, বলছেন সচিন
advertisement

আরও পড়ুন - IPL 2022 venue : এবারের আইপিএলের চূড়ান্ত ভেন্যু জেনে নিন! কোন কোন মাঠে হবে খেলা?

তবে এই পাঁচ বছরে বেশ কিছু বড় সিরিজে এমনকি বিশ্বকাপেও সচিনের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়ে গিয়েছিল তার। বর্তমানে অনেকেই সচিনের সমতুল্য দেখেন বিরাট কোহলিকে এবং সেটি নিয়ে গোটা বিশ্বেই অনেক তর্কাতর্কি এবং সমালোচনা চলে। বিরাট যখন জনৈক উঠতি প্রতিভা, তখনই সচিন বুঝতে পেরেছিলেন তার মধ্যে কতটা দূর যাওয়ার ক্ষমতা আছে।

advertisement

আরও পড়ুন - SC East Bengal, Ananta Tamang: আইএসএলে শেষ দুই ম্যাচের আগে নেপালের ডিফেন্ডার নিয়ে এল এস সি ইস্টবেঙ্গল

শেষ দশকে কোহলি তার কেরিয়ার যেরকম সুন্দর করে সাজিয়েছেন তাতে মুগ্ধ মাস্টার ব্লাস্টার। যখন থেকে কোহলি দলের অংশ ছিলেন তিনি তার চোখে আগুন এবং সাফল্যের জন্য খিদে দেখতে পেতেন। তারপর থেকেই বিরাট কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মধ্যে দিয়ে গেছেন। এই সাফল্যের জন্য তিনি তার জীবনযাত্রা বদলেছেন, বিরাটকে অসাধারণ বললেন সচিন তেন্ডুলকর। তিনি বললেন, বিরাট অসাধারণ। এরপর থেকে যেভাবে তিনি তার কেরিয়ার তৈরি করেছেন সেটি অসাধারণ।

advertisement

প্রত্যেক মানুষের কেরিয়ারে এরম কাউকে দরকার হয় যাকে সে একজন আদর্শ হিসেবে দেখবে। এই ধরনের প্লেয়াররা গোটা প্রজন্মের ওপর তার প্রভাব ফেলে।২০১৪ সালে কোহলির সঙ্গে তিনি একবার দেখা করেছিলেন, সেই ঘটনা মনে করলেন। বিরাট কোহলি মাস্টার ব্লাস্টার এর কাছ থেকে কিছু উপদেশ চেয়েছিলেন সেই সময়ে। তিনি প্রকাশ করলেন ২০১৪তে ইংল্যান্ডের বিরুদ্ধে হতাশাজনক সফরের পর কোহলিকে তিনি বেশ কিছু উপদেশ দিয়েছিলেন।

advertisement

সেই সময়ে দেখা তাদের দেখা হলে সচিন কোহলিকে কিছু উপদেশ দেন কোন কোন জায়গায় তার আরো উন্নতি ঘটানো দরকার। তিনি সবসময় চেয়েছেন তার অভিজ্ঞতা তরুণ প্লেয়ারদের সাথে ভাগ করে নিয়ে এবং তাদের সাহায্য করতে। দেওয়ার মতো তার কাছে যা অভিজ্ঞতা আছে সেটাই তিনি দিতে চান।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিরাট তার সাথে যোগাযোগ করেন এবং তার সাথে দেখা করতে চান এবং সচিন দেখা করেন। সচিন বললেন এভাবেই একটি প্রজন্ম তাদের আদর্শের থেকে প্রভাবিত হয়। এভাবেই মানুষ তার স্বপ্ন এবং লক্ষ্যস্থির করে আর তার পর শুরু করতে হয় তার জন্য সফর, বললেন সচিন তেন্ডুলকর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin on Virat Kohli: বিরাটের চোখে আগুন এবং সাফল্যের খিদে প্রথম থেকেই দেখেছিলেন সচিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল