নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। যেখানে দেখা যাচ্ছে মাটির রান্না ঘর, মাটির উনুন, কালো হাঁড়ি, আর তাতে ফুঁ দিয়ে আগুনের তেজ বাড়াচ্ছেন সচিন তেন্ডুলকর। হাঁড়িতে রান্না করছেব অঞ্জলি ও রান্নায় সাহায্য করছেন সারা। তারা যে এই কাজ বেশ উপভোগ করছেন তা তাদের অভিব্যক্তিই বলে দিচ্ছিল ছবিতে। কী কারণে হঠাৎ রাজপ্রাসাদ থেকে মাটিতে নেমে এলেন সচিন সেই কারণও পোস্টের ক্যাপশনে নিজেই জানিয়েছেন সচিন।
advertisement
ক্যাপশনে সচিন লিখেছেন, “আপনি যে প্রতিদিন হাফ সেঞ্চুরি করেন তা নয়। কিন্তু যখন আপনি করেন তখন যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের তাদের সঙ্গে উদযাপন করে থাকেন। সম্প্রতি একটি শান্ত নির্জন গ্রামে আমার দলের সঙ্গে একটি বিশেষ ৫০ উদযাপন করেছি – আমার পরিবার!” এর পাশাপাশি অর্জুন তেন্ডুলকর আইপিএল খেলতে ব্যস্ত থাকার কারণে তাকে যে মিস করেছে গোটা পরিবার সেই কথাও জানিয়ে সচিন।
আরও পড়ুনঃ কোহলি-ধোনি না রোহিত-রাহুল, আইপিএলে কোন দল ও কোন তারকার ফ্যান রশ্মিকা, নিজেই করলেন রহস্য ফাঁস
সচিনের পোস্ট থেকে এটুকু বোঝা যাচ্ছে যে, গচ ২৪ এপ্রিল ৫০ তম জন্মদিন গিয়েছে ক্রিকেট কিংবদন্তীর। দীবনের ২২ গজে এই বিশেষ মাইলস্টোনকে বিশেষভাবে স্মরণ করে রাখতেই এই উদ্যোগ। রাজপ্রাসাদ, ফাইভ স্টার-সেভেন স্টার হোটেল বা কোনও বিদেশ ট্রিপে না গিয়ে একেবারে সাধারণ মানুষের মতই মাটির গন্ধের সঙ্গে মিশে থেকে জীবনের হাফ সেঞ্চুরিটা উপভোগ করেছেন সচিন। আর তাকে সঙ্গ দিয়েছে তাঁর গোটা পরিবার। সচিন তেন্ডুলকরের এমনভাবে জন্মদিন পালন মন ছুয়ে গিয়েছে ফ্যানেদের।