TRENDING:

Sachin Tendulkar : গোলাপে সাজালেন ছবি, চোখ বন্ধ করে গুরুপূর্ণিমায় আচরেকরকে শ্রদ্ধা সচিনের

Last Updated:

দেশে থাকলে এই তিথিতে তেন্ডুলকর (Sachin Tendulkar) যাবেনই রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বাড়িতে ৷ এ বারও তার অন্যথা হল না ৷ শুক্রবার প্রয়াত কোচের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ছবিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : শ্রাবণ মাসের গুরুপূর্ণিমা ৷ দেশে থাকলে এই তিথিতে তেন্ডুলকর (Sachin Tendulkar) যাবেনই রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) বাড়িতে ৷ এ বারও তার অন্যথা হল না ৷ শুক্রবার প্রয়াত কোচের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ছবিতে ৷
advertisement

অবসরের পর মাস্টারব্লাস্টার এখন অনেক বেশি সক্রিয় সামাজিক মাধ্যমে ৷ ফেসবুক ও ট্যুইটারে তিনি পোস্ট করেছেন আচরেকরের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর ভিডিয়ো ৷ ভিডিয়োতে দেখা যায়, চেকশার্ট ও জিন্স পরা তেন্ডুলকার তাঁর গুরুর ছবির সামনে প্রথমে মাস্ক খুলে পকেটে রাখলেন ৷ তার পর একটা একটা করে গোলাপ রাখলেন সেই ছবির সামনে ৷ এর পর জোড়হাতে চোখবন্ধ করে শ্রদ্ধা নিবেদন ৷

advertisement

দ্রোণাচার্য আচরেকর প্রয়াত হয়েছেন ২০১৯ সালে ৷ তার পরেও নিজের পুরনো অভ্যাস থেকে একবিন্দু সরেননি তেন্ডুলকার ৷ ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘‘আচরেকর স্যরের বাড়িতে গিয়ে গুরুপূর্ণিমায় তাঁকে শ্রদ্ধা জানালাম ৷ মনের মধ্যে ভিড় করে এল পুরনো সব স্মৃতি ৷ আমার জীবনে তাঁর অবদানের জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷’’

ছোট ভাইয়ের মধ্যে ক্রিকেটীয় প্রতিভা আছে বুঝতে পেরে তাঁকে আচরেকরের কাছে সঁপে দিয়েছিলেন অজিত তেন্ডুলকর ৷ সেখানেই ক্রিকেটে হাতেখড়ি সচিনের ৷ তার পর কিংবদন্তি হওয়ার পথে বাকিটা ইতিহাস ৷ ক্রিকেটের প্রথম কোচ তথা গুরুর প্রভাব তাঁর জীবনে সুগভীর ৷ পেসার হতে চাওয়া সচিনকে আচরেকরই বুঝিয়েছিলেন তাঁর প্রতিভার সঠিক জায়গা ব্যাটসম্যানের ভূমিকাতেই ৷ বহু বার সচিন বলেছেন, প্রথম থেকে আচরেকরের প্রশিক্ষণ তাঁকে সঠিক দিশা দেখিয়েছে কেরিয়ারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

আচরেকরের জহুরির চোখ রত্ন চিনতে ভুল করেনি ৷ সচিন একাধিক বার বলেছেন, ‘‘স্যর ছিলেন অত্যন্ত কঠোর এবং নিয়মানুবর্তিতায় বিশ্বাসী ৷ আবার একইসঙ্গে খুবই স্নেহপ্রবণ ৷ তিনি কোনওদিনও আমার খেলা দেখে ভাল বলতেন না ৷’’ তবে শিষ্যও পরে বুঝতে শিখেছিলেন কখন তাঁর গুরু খুশি হয়েছেন ৷ যখন তিনি ছাত্রকে পানিপুরি ও ভেলপুরি খাওয়াতে নিয়ে যেতেন, তখন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar : গোলাপে সাজালেন ছবি, চোখ বন্ধ করে গুরুপূর্ণিমায় আচরেকরকে শ্রদ্ধা সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল