মকর সংক্রান্তি উপলক্ষেও সচিন লেগে পড়লেন নতুন রান্না নিয়ে। এবার সচিন বানালেন তিলের লাড্ডু। সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্তে তিলের লাড্ডু খাওয়ার রীতি রয়েছে। সচিন অবশ্য নিজে হাতে সেই লাড্ডু বানিয়ে সবাইকে খাওয়ালেন।
আরও পড়ুন- হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের
গুড় আর তিল দিয়ে নাড়ু বানালেন সচিন। রান্নার পুরো সময়ের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও যে ঝড়ের মতো ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
নিজেই রাঁধলেন, তার পর নিজেই বাটি ভর্তি লাড্ডু হাতে নিয়ে খেতে শুরু করলেন। সচিনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকী নিজের হাতের তৈরি লাড্ডুর প্রশংসাও করলেন মাস্টার ব্লাস্টার।
এর আগে সচিনের বাড়ির গণেশ পুজোয় বাংলা থেকে মিষ্টি গিয়েছিল। গণেশ পুজোর অন্যতম আকর্ষণীয় মিষ্টি মোদক গিয়েছিল বাংলা থেকে। শ্রীরামপুরের বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদকের থেকে মিষ্টি গিয়েছিল সচিনের বাড়িতে।
মোদক, মোহিনী, দরবেশ ও আম সন্দেশ গিয়েছিল মুম্বইতে সচিনের বাড়িতে। সচিনের মেয়ে সারার আবদারেই এই মিষ্টিগুলি বাংলা থেকে গিয়েছিল তাঁর বাড়িতে। যে কোনও অনুষ্ঠানে একেবারে মধ্যবিত্ত বাড়ির ছেলের মতো মেতে ওঠেন সচিন।
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়
দিওয়ালি হোক বা অন্য কোনও অনুষ্ঠান, সচিন পরিবারের সঙ্গে উদযাপন করতে ভালবাসেন। মকর সংক্রান্তিতেও তার অন্যথা হল না।