সোমবার সকালে মুম্বই বিমান বন্দরে দেখা যায়। লাগেজ নিয়ে গাড়ি থেকে বিমান বন্দরে প্রবেশ করেন তিনি। ক্যামেরার উদ্দেশ্যে হাত নারতেও দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। কয়েক দিন আগেই রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পত্র পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। সচিন উপস্থিত থাকতে পারেন তখনও জানা গিয়েছিল। সোমবার সেই খবরে শীলমোহর পড়ল।
শুধু সচিন তেন্ডুলকর নয়, ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের একাধিক তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ও ভেঙ্কটেশ প্রসাদরা ইতিমধ্যেই পৌছে গিয়েছেন অযোধ্যায়। এমএস ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় পৌছে গিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাও পৌছে গিয়েছেন।
আরও পড়ুনঃ Shoaib Malik: নতুন বিয়ের পর কাটেনি কয়েক ঘণ্টাও, ‘সুখবর’ পেলেন শোয়েব মালিক
প্রসঙ্গত, দুপুর ১২.২০ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার-অনুষ্ঠান শুরু হবে। ১ পর্যন্ত চলতে পারে সেই অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টরা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।