এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি এক্স-এ লেখেন,”অজিত পওয়ারের প্রয়াণের সংবাদ শুনে গভীর দুঃখ পেয়েছি। মহারাষ্ট্রের জন্য কাজ করা একজন ভালো নেতা আজ আমরা হঠাৎ করে হারালাম। পওয়ার পরিবারের শোকের সঙ্গে আমি একাত্ম। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।”
অজিত পওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। এছাড়া বুধবার রাজ্যজুড়ে সমস্ত সরকারি দফতর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৫৯ সালের ২২ জুলাই জন্ম নেওয়া অজিত পওয়ার রাজনীতিতে আসেন তাঁর কাকা শরদ পওয়ারের অনুপ্রেরণায়। ১৯৮২ সালে তিনি একটি চিনিকলের পরিচালনা পর্ষদে নির্বাচিত হন। ১৯৯১ সালে বারামতি থেকে লোকসভায় নির্বাচিত হলেও পরে আসনটি কাকার জন্য ছেড়ে দেন। এরপর দীর্ঘদিন বারামতির বিধায়ক হিসেবে কাজ করেন।
আরও পড়ুনঃ রোহিত-কোহলির জন্য পলিসি বদল করতে বাধ্য হচ্ছে বিসিসিআই? সামনে এল বড় আপডেট
কঠোর পরিশ্রম, সময়নিষ্ঠা ও স্পষ্টভাষার জন্য অজিত পওয়ার পরিচিত ছিলেন। কংগ্রেস, শিবসেনা ও বিজেপির নেতৃত্বাধীন একাধিক সরকারে তিনি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘দাদা’ নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।
