শুধু ভারত নয় ৷ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকেও সঙ্গার পছন্দের একাদশে মাত্র একজন করেই জায়গা পেয়েছেন ৷ পাশাপাশি ইংল্যান্ড থেকে কোনও ক্রিকেটারকেই নিজের দলে ঠাঁই দেননি সঙ্গা ৷ শুধু সচিনই নন, সঙ্গার দলে আশ্চর্যজনকভাবে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম পেসার গ্লেন ম্যাকগ্রারও ৷ সঙ্গার সর্বকালের সেরা একাদশ হল এইরকম- ম্যাথিউ হেডেন, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং, অরবিন্দ ডিসিলভা, জ্যাক কালিস , অ্যাডাম গিলক্রিস্ট, শ্যেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীথরণ, ওয়াসিম আক্রম এবং চামিণ্ডা ব্যাস ৷
advertisement
সচিনের এই দলে জায়গা না হলেও ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারাকে নিজের পছন্দের একাদশে রেখেছেন সঙ্গা ৷ দলে স্বভাবতই শ্রীলঙ্কানদেরই বেশি ভিড় ৷ লঙ্কার চার এবং অস্ট্রেলিয়া থেকে তিন জন ক্রিকেটারকে বেছেছেন সঙ্গাকারা ৷ ম্যাকগ্রা-কে অবশ্য প্রথমে বাছলেও পরে মত বদলে নিজের এককালের টিমমেট চামিণ্ডা ব্যাসকেই বেছে নেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ৷