TRENDING:

Pink Ball Test: ১০০ টেস্টের জন্য ইশান্তকে শুভেচ্ছা ২০০ টেস্ট খেলা সচিনের

Last Updated:

মোতেরায় মাইলস্টোন লিখলেন ইশান্ত শর্মা (Ishant Sharma)৷ বুধবার কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলছেন ইশান্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: মোতেরায় মাইলস্টোন লিখলেন ইশান্ত শর্মা (Ishant Sharma)৷ বুধবার কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলছেন ইশান্ত৷ তিনি ভারতের ১১ নম্বর ও বিশ্বের দ্বাদশ ফাস্টবোলার হিসাবে তিন অঙ্কের টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন৷ ইশান্তকে এই দুর্দান্ত কৃতিত্বের ট্যুইট করে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)৷
advertisement

ক্রিকেট ঈশ্বর এদিন লিখলেন, "যে কোনও ক্রিকেটারের কাছেই শততম টেস্ট খেলা একটা ল্যান্ডমার্ক৷ বিশেষত ফাস্ট বোলারের জন্য৷ সেই অনূর্ধ্ব-১৯ থেকে তোমায় খেলতে দেখছি৷ তোমার প্রথম টেস্টে আমি তোমার সঙ্গে খেলেছি৷ টিম ইন্ডিয়ার প্রতি তোমার এই সেবার জন্য গর্বিত৷ আশা করব নিজের সেরাটা দিয়েই তুমি এভাবে সেবা করবে৷ শুভেচ্ছা ইশান্ত৷"

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

চেন্নাই টেস্টেও ইশান্ত রেকর্ড করেন৷ ৩০০ টেস্ট উইকেটের এলিট ক্লাবে যোগ দেন তিনি৷ ভারতের ৬ নম্বর বোলার ও তৃতীয় পেসার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইশান্তের ৩০০ উইকেট চলে এল৷ তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble, ৬১৯), কপিল দেব (Kapil Dev, ৪৩৪), হরভজন সিং (Harbhajan Singh, ৪১৭), অশ্বিন (৩৮৬), জাহির খান (Zaheer Khan, ৩১১) ও ইশান্ত (৩০০)

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Pink Ball Test: ১০০ টেস্টের জন্য ইশান্তকে শুভেচ্ছা ২০০ টেস্ট খেলা সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল