শ্রীসান্থ (S Sreesanth) নিজের আন্দাজে তাঁকে জবাব দিয়েছিলেন৷ ৬৩ তম ওভারের দ্বিতীয় বলে তিনি জোরালো ছক্কা মারেন৷ ছক্কা হাঁকানোর পর মাঠেই নেচে দক্ষিণ আফ্রিকার বোলারের স্লেজিংয়ের জবাব দেন৷ শ্রীসান্থের এই রকম নাচ দেখে ফ্যানরাও অবাক হয়ে গিয়েছিলেন৷ কিন্তু এটাকেই সেরা জবাব মানা হচ্ছিল৷ দেখে নিন শ্রীসান্থের নাচের (Dance Video) সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
এর পরের ওভারে বিক্রম সিং বেশ কিছু রান জোগাড় করেন৷ মাখায়া এনতিনি বলে তিনি পরপর বাউন্ডারি মারেন৷
আরও পড়ুন - Job Vacancy: অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে প্রচুর পদে নিয়োগ, রইল সম্পূর্ণ তথ্য
এরপর তিনি রান আউট হয়ে যান৷ ৪০২ রানের লক্ষ্যের উত্তরে দক্ষিণ আফ্রিকা দল ২৭৮ রানে অল আউট হয়ে যায়৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল৷ ভারতের জন্য এটা ঐতিহাসিক ম্যাচ জয় ছিল৷ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিরাট কোহলির নেতৃত্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট খেলছে৷ দলের কোচ হিসেবে সঙ্গে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷
আরও পড়ুন - Viral: কলকাতার রাস্তায় চুটিয়ে প্রেম, রাস্তাতেই Kiss-এ মাতোয়ারা Leander-Kim, ছবি ভাইরাল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সেই ২০০৬ সালের সফরে মাঠে নিজের ডান্স স্কিল দেখিয়েছিলেন৷ পাশাপাশি তিনি বল হাতেও কামাল করেছিলেন৷ তিনি দু ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন৷ দক্ষিণ আফ্রিকা -র বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নিয়েছিলেন৷