TRENDING:

India vs South Africa: ছক্কা হাঁকিয়ে মাঠেই শ্রীসান্থের নাচ, হঠাৎই ভাইরাল ভিডিও

Last Updated:

India vs South Africa: দেখে নিন শ্রীসান্থের নাচের (Dance Video) সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার  (India vs South Africa)  বিরুদ্ধে সিরিজ খেলছে৷  সেঞ্চরিয়নে রবিবার থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে৷  এই সময়ে ফ্যানরা শ্রীসান্থের  (S Sreesanth) কথা মনে করছে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ যখনই খেলা হয় তখনই শ্রীসান্থের (S Sreesanth) একটি নাচের ভিডিও  (Dance Video) নতুন করে ভাইরাল  (Viral Video) হয়ে যায়৷ সেটা ২০০৬ সাল যখন দক্ষিণ আফ্রিকার পেসার আন্দ্রে নেলকে নেচে (Dance Video) জবাব দিয়েছিলেন৷ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে যখন আন্দ্রে নেল ভারতীয় ক্রিকেট দলের শেষ উইকেট তুলে নেওয়ার তালে ছিলেন তখন টেল এন্ডার ব্যাটসম্যানদের স্লেজ করছিলেন৷
 s sreesanth's dance after hitting six video goes viral again- Photo-File
s sreesanth's dance after hitting six video goes viral again- Photo-File
advertisement

শ্রীসান্থ (S Sreesanth)  নিজের আন্দাজে তাঁকে জবাব দিয়েছিলেন৷ ৬৩ তম ওভারের দ্বিতীয় বলে তিনি জোরালো ছক্কা মারেন৷ ছক্কা হাঁকানোর পর মাঠেই নেচে দক্ষিণ আফ্রিকার বোলারের স্লেজিংয়ের জবাব দেন৷ শ্রীসান্থের এই রকম নাচ দেখে ফ্যানরাও অবাক হয়ে গিয়েছিলেন৷ কিন্তু এটাকেই সেরা জবাব মানা হচ্ছিল৷ দেখে নিন শ্রীসান্থের নাচের   (Dance Video) সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

advertisement

এর পরের ওভারে বিক্রম সিং বেশ কিছু রান জোগাড় করেন৷ মাখায়া এনতিনি বলে তিনি পরপর বাউন্ডারি মারেন৷

আরও পড়ুন - Job Vacancy: অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে প্রচুর পদে নিয়োগ, রইল সম্পূর্ণ তথ্য

এরপর তিনি রান আউট হয়ে যান৷ ৪০২ রানের লক্ষ্যের উত্তরে দক্ষিণ আফ্রিকা দল ২৭৮ রানে অল আউট হয়ে যায়৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল৷ ভারতের জন্য এটা ঐতিহাসিক ম্যাচ জয় ছিল৷ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিরাট কোহলির নেতৃত্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা  (India vs South Africa) প্রথম টেস্ট খেলছে৷ দলের কোচ হিসেবে সঙ্গে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷

advertisement

আরও পড়ুন - Viral: কলকাতার রাস্তায় চুটিয়ে প্রেম, রাস্তাতেই Kiss-এ মাতোয়ারা Leander-Kim, ছবি ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা  (India vs South Africa) সেই ২০০৬ সালের সফরে মাঠে নিজের ডান্স স্কিল দেখিয়েছিলেন৷ পাশাপাশি তিনি বল হাতেও কামাল করেছিলেন৷ তিনি দু ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন৷ দক্ষিণ আফ্রিকা -র বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নিয়েছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ছক্কা হাঁকিয়ে মাঠেই শ্রীসান্থের নাচ, হঠাৎই ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল