Job Vacancy: অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে প্রচুর পদে নিয়োগ, রইল সম্পূর্ণ তথ্য
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: Oil India Recruitment 2021: ২৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।
#কলকাতা: সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেডের (Oil India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে (Job Vacancy) আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.oil-india.com/current_opennew.aspx গিয়ে খোঁজ নিতে পারেন।
Oil India Recruitment 2021: ইন্টাভিউয়ের তারিখ
অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে চুক্তির ভিত্তিতে নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান এবং প্যারামেডিক্যাল স্যানিটারি ইনস্পেক্টর পদে নিয়োগের (Recruitment) জন্য ২৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অয়েল ইন্ডিয়া লিমিটেড হাসপাতালে, দুলিয়াজানে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।
advertisement
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-https://www.oil-india.com/Document/Career/Medical-Nurse_Pharmacist_Paramedical.pdf
advertisement
Oil India Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
Oil India Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
কন্ট্রাকচুয়াল নার্স- ৯টি পদ
কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্ট- ৪টি পদ
কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান- ১টি পদ
কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান- ৯টি পদ
কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল স্যানিটারি ইনস্পেক্টর- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited) |
পদের নাম | কন্ট্রাকচুয়াল নার্স, কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্ট, কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল হসপিটাল টেকনিশিয়ান, কন্ট্রাকচুয়াল প্যারামেডিক্যাল স্যানিটারি ইনস্পেক্টর |
শূন্যপদের সংখ্যা | ২৫ |
কাজের স্থান | দুলিয়াজান |
কাজের ধরন | চুক্তিভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ইন্টারভিউয়ের তারিখ | ২৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি, ২০২২ |
advertisement
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং চাকরির সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিশদ বিবরণের জন্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন এই লিঙ্ক থেকে- https://www.oil-india.com/Document/Career/Medical-Nurse_Pharmacist_Paramedical.pdf
Oil India Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে হবে। উপরোক্ত পদগুলিতে চুক্তির প্রাথমিক সময়কাল শুধুমাত্র ৬ মাসের জন্য হবে। চুক্তিগত নিযুক্তির মেয়াদ পরবর্তী সময়ে আরও ৬ মাসের জন্য বাড়ানো যেতে পারে। সে ক্ষেত্রে বিভাগীয় প্রয়োজনীয়তা, চাকরির কর্মক্ষমতা, আচরণ, শারীরিক সুস্থতা ইত্যাদির উপর নির্ভর করে কাজের সময়সীমা বাড়ানো যেতে পারে।
Location :
First Published :
December 24, 2021 6:18 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে প্রচুর পদে নিয়োগ, রইল সম্পূর্ণ তথ্য