ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৩০ নভেম্বর। এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দীর্ঘদিন পর ঘরের মাটিতে খেলবেন। রোহিত এবং বিরাট শেষবার অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে সিরিজ খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা এবং রুতুরাজ গায়কোয়াড়। গত অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের জন্য জাদেজাকে দলে রাখা হয়নি।
advertisement
তবে রুতুরাজ গায়কোয়াড়ের ফের ভারতীয় দলে ফেরা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রায় ২ বছর পর জাতীয় দলে সিএসকে তারকার ডাক পাওয়াটা চমকের থেকে কম কিছু নয়। গায়কোয়াড় শেষবার ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট ও ভারতীয় এ দলের হয়ে তরুণ ডান হাতি ব্যাটারের লাগাতার ভাল পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিল রুতুরাজের জন্য।
আরও পড়ুনঃ ফের বিশ্বকাপ জয় ভারতের মেয়েদের, অজেয় থেকে নতুন ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
