সম্প্রতি ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করছেন, তাঁদের দুজনের বিয়ে হতেই পারে। কারণ দুজনেরই প্রথম বিয়ে টেকেনি।
ক্রীড়া জগতের সাথে যুক্ত এই দুই সেলিব্রিটি তাঁদের নিজ নিজ সঙ্গীর থেকে আলাদা হয়ে গেছেন। এমন পরিস্থিতিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে শামি ও সানিয়াকে বিয়ের পোশাকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ফের বদল হবে ভারতীয় দলে! ইঙ্গিত দিলেন রোহিত শর্মা
এবার সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা এই বিষয়ে নীরবতা ভেঙেছেন। তিনি বলেছেন, এই ধরণের খবর রটানোর কোনও মানে হয় না। পুরোটাই গুজব। সানিয়ার সঙ্গে শামির আজ পর্যন্ত কখনও দেখাই হয়নি।
—- Polls module would be displayed here —-
ইমরান মির্জা এক সাক্ষাত্কারে বলেছেন, সানিয়া কখনও মহম্মদ শামির সাথে দেখা করেননি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি শেয়ার করা হচ্ছে সেটি সানিয়া মির্জার আসল বিয়ের ছবি। সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ের সময় তোলা সেই ছবি। কিন্তু কেউ ছবিটি ট্যাম্পার করে মহম্মদ শামির মুখ বসিয়েছে শোয়েবের মুখের বদলে।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া মির্জা জানিয়েছিলেন, তিনি হজ যাত্রায় যাচ্ছেন। তাঁর প্রায় ৫ মাস আগে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ডিভোর্স হয় তাঁর।
আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে হার
মহম্মদ শামি কয়েক মাস ধরে বাড়িতেই রয়েছেন। চোট সমস্যায় জেরবার শামি। আপাতত জাতীয় ক্রিকেট একাডেমিতে ফের বোলিং করতে শুরু করেছেন তিনি। শামির দাম্পত্য জীবনেও অশান্তির শেষ নেই। বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে তাঁরা। শামি ও হাসিন জাহানা আলাদা থাকেন। তবে আইনিভাবে এখনও তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি।