আরও পড়ুন - পার্থে স্টোইনিস ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয় অস্ট্রেলিয়ার
ব্রাজিলের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনাল্ডো এটা একেবারেই চান না। ব্রিটিশ এক দৈনিকের সঙ্গে আলাপচারিতায় রোনাল্ডো বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ অনেক বড়।আমাদের কিছু অবিশ্বাস্য লড়াই হয়েছে, সেটাই ফুটবলের সবচেয়ে সুন্দর বিষয়। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এই ভাবনাটাই আমার মনে আসছে না, মেসি কি বিশ্বকাপ পাওয়ার যোগ্য?
advertisement
অবশ্যই সে যোগ্য, কিন্তু আমার তাতে সমর্থন থাকবে না। আমি তাকে ভালোবাসি, সেও বুঝবে কারণ আমি নিশ্চিত হয়তো সেও একইরকম অনুভব করছে। রোনাল্ডো আরো বলেন, যখন তুমি যেতো, তখন তুমি সম্মান, শ্রদ্ধা পাও। যেমন দিয়েগো, কিন্তু না। এদিকে, আর্জেন্টিনার জার্সিতে তার শেষ বিশ্বকাপটি দেশে নিয়ে যেতে মরিয়া লিওনেল মেসি।
আর্জেন্টিনার জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন এল এম টেন। কিন্তু একবারও ট্রফি তুলতে পারেন নি। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার খুব কাছে চলে এসেছিলো মেসি বাহিনী, কিন্তু ম্যাচের ১১৪ তম মিনিটে মারিও গোটজের গোল বিশ্বকাপে হাত দেওয়ার তার স্বপ্ন চুরমার করে দেয়।
মেসি জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে যেকোনো দলের মুখোমুখি হতে তারা প্রস্তুত। আর্জেন্টাইন তারকা জানান, অনেক দলের বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। কিন্তু আশা আছে, কারণ আমরা দল হিসেবে এই মুহূর্তে ভাল ছন্দে আছি। আমরা লড়াই করব। আমরা কাউকে ভয় পাই না। আমরা যেকোনো দলের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে দারুন ছন্দে রয়েছে নীল সাদার দেশ। কোচ লিওনেল স্কালোনির অধীনে শেষ ৩৫ টি ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। নি:সন্দেহে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা অন্যতম ফেভারিট। অন্যদিকে, চলতি মরসুমে পিএসজির হয়ে মেসি ৯ টি গোল করেছেন, ১০ টি করিয়েছেন মেসি। শেষ তিন ম্যাচে দেশের হয়ে ৯ টি গোল করেছেন মেসি।