TRENDING:

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান না ব্রাজিলিয়ান রোনাল্ডো, পাল্টা চ্যালেঞ্জ আর্জেন্টাইন তারকার

Last Updated:

Ronaldo Nazario of Brazil does not want to see Lionel Messi holding world cup in Qatar. মেসিকে ভালবাসলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চান না রোনাল্ডো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও# কিংবদন্তী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনাল্ডো নাজারিও জানিয়েছেন, কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠুক, তিনি তা চান না। কোনো দলকেই তারা ভয় পাচ্ছেন না, পাল্টা হুঙ্কার ছেড়েছেন এল এম টেনও। কাতার বিশ্বকাপই আর্জেন্টাইন তারকার সম্ভাব্য শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এটাই মেসির কাছে শেষ সুযোগ ফুটবলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ট্রফিতে হাত দেওয়ার।
মেসিকে ভালবাসলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চান না রোনাল্ডো
মেসিকে ভালবাসলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চান না রোনাল্ডো
advertisement

আরও পড়ুন - পার্থে স্টোইনিস ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয় অস্ট্রেলিয়ার

ব্রাজিলের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনাল্ডো এটা একেবারেই চান না। ব্রিটিশ এক দৈনিকের সঙ্গে আলাপচারিতায় রোনাল্ডো বলেন,  ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ অনেক বড়।আমাদের কিছু অবিশ্বাস্য লড়াই হয়েছে, সেটাই ফুটবলের সবচেয়ে সুন্দর বিষয়। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এই ভাবনাটাই আমার মনে আসছে না, মেসি কি বিশ্বকাপ পাওয়ার যোগ্য?

advertisement

অবশ্যই সে যোগ্য, কিন্তু আমার তাতে সমর্থন থাকবে না। আমি তাকে ভালোবাসি, সেও বুঝবে কারণ আমি নিশ্চিত হয়তো সেও একইরকম অনুভব করছে। রোনাল্ডো আরো বলেন, যখন তুমি যেতো, তখন তুমি সম্মান, শ্রদ্ধা পাও। যেমন দিয়েগো, কিন্তু না। এদিকে, আর্জেন্টিনার জার্সিতে তার শেষ বিশ্বকাপটি দেশে নিয়ে যেতে মরিয়া লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন এল এম টেন। কিন্তু একবারও ট্রফি তুলতে পারেন নি। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার খুব কাছে চলে এসেছিলো মেসি বাহিনী, কিন্তু ম্যাচের ১১৪ তম মিনিটে মারিও গোটজের গোল বিশ্বকাপে হাত দেওয়ার তার স্বপ্ন চুরমার করে দেয়।

advertisement

মেসি জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে যেকোনো দলের মুখোমুখি হতে তারা প্রস্তুত। আর্জেন্টাইন তারকা জানান, অনেক দলের বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। কিন্তু আশা আছে, কারণ আমরা দল হিসেবে এই মুহূর্তে ভাল ছন্দে আছি। আমরা লড়াই করব। আমরা কাউকে ভয় পাই না। আমরা যেকোনো দলের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিশ্বকাপ শুরু হওয়ার আগে দারুন ছন্দে রয়েছে নীল সাদার দেশ। কোচ লিওনেল স্কালোনির অধীনে শেষ ৩৫ টি ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। নি:সন্দেহে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা অন্যতম ফেভারিট। অন্যদিকে, চলতি মরসুমে পিএসজির হয়ে মেসি ৯ টি গোল করেছেন, ১০ টি করিয়েছেন মেসি। শেষ তিন ম্যাচে দেশের হয়ে ৯ টি গোল করেছেন মেসি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান না ব্রাজিলিয়ান রোনাল্ডো, পাল্টা চ্যালেঞ্জ আর্জেন্টাইন তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল